Deadly Road Accident: অভিশপ্ত সিকিম! জুলুক থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু মা ও আড়াইবছরের শিশুকন্যার...

Deadly Road Accident in Sikkim: সিকিমে এই ভরা শীতের মরসুমে ভয়ংকর কাণ্ড। নতুন বছরের ঠিক আগে সেখানে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

| Dec 29, 2024, 13:42 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষবরণের আবহ। ভয়ংকর শীত। আর সিকিমে এই ভরা শীতের ও ভরা পর্যটনের মরসুমে ঘটল ভয়ংকর কাণ্ড। নতুন বছরের ঠিক আগে সেখানে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা।

1/6

প্যাকিয়ংয়ে

সিকিমের প্যাকিয়ংয়ের লামাতেনমায় মর্মান্তিক দুর্ঘটনা। (তথ্য: কায়েস আনসারি) 

2/6

দুর্ঘটনার কবলে

শনিবার সন্ধেবেলায় বোকেকো এসকে ০১জে ১০২০ ট্যুরিস্ট গাড়িটি এই ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে! গাড়িটি খাদে পড়ে যায়! (তথ্য: কায়েস আনসারি) 

3/6

শিশুমৃত্যু এবং

দুর্ঘটনাস্থলেই মারা যান দুজন-- বছরতিরিশের পায়েল শাসমল ও তাঁর আড়াই বছরের শিশুকন্য়া শ্রীরোকা। শিশুটির বাবার অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি আহত হন গাড়ির চালকও। (তথ্য: কায়েস আনসারি) 

4/6

জুলুক থেকে ফেরার পথে

গাড়িতে মোট ৬ জন ছিলেন। সকলেই কলকাতার বাসিন্দা। প্রত্যেকেই জুলুক দেখে সেখান থেকে ফিরছিলেন। (তথ্য: কায়েস আনসারি) 

5/6

জাতীয় সড়কে

দুর্ঘটনাটি জাতীয় সড়কের উপর ঘটেছে। ওখানে এখন জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এবড়ো-খেবড়ো পথে ছোটখাটো দুর্ঘটনা যে কোনও সময়ে ঘটে যেতে পারে। তাই বলে এমন মর্মান্তিক? (তথ্য: কায়েস আনসারি) 

6/6

তদন্ত

রঙ্গিলা মহকুম্বত থেকে ৮ কিমি দূরে লামাতেনমায় রঙ্গিলা-মেনলা রোডের উপরে ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছে পুলিস। (তথ্য: কায়েস আনসারি)