Russia Ukraine War: এবারই 'তৃতীয় বিশ্বযুদ্ধ'! ৪৭৯ ড্রোন-মিসাইলে ধ্বংসস্তূপ কিভ, সর্বগ্রাসী খেলায় পুতিন

Russia Ukraine War:  জেলেনস্কির 'মাকড়সার জাল' ছিঁড়ে ফেললেন পুতিন। রুশ ড্রোন-মিসাইলে কার্যত  ধ্বংসস্তূপ কিভ! সর্বগ্রাসী খেলায় মেতেছেন জেলেনস্কি-পুতিন

| Jun 10, 2025, 05:06 PM IST
1/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia Ukraine War

১২০০ দিন পেরিয়ে গেল। তুবও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও নামগন্ধ নেই। উল্টে তেড়েফুঁড়ে উঠে শক্তি প্রদর্শনের খেলায় মত্ত জেলেনস্কির ও পুতিনের দুই যুদ্ধরত দুই পক্ষ। একাধির শান্তি বৈঠক করেও তা ফলপ্রসু হয়নি। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা মধ্যস্থতার করার চেষ্টা করেও ডাঁহা ফেইল করেছেন। 

2/6

জেলেনস্কির 'মাকড়সার জাল'

Operation Spider's Web

চলতি মাসের প্রথম সপ্তাহে রুশ মাটিতে ইউক্রেন চালিয়েছিল 'অপারেশন স্পাইডার্স ওয়েব'! সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাও আবার রাশিয়ার অভ্যন্তরে। ৫টি রুশ বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করেছিল ইউক্রেনে। ইস্তানবুলে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলা হয়েছিল। যাতে কমপক্ষে সাতজন নিহত হয় বলেই জানা যায়।   

3/6

রুশ বাহিনীর পাল্টা

Russia Attacks Ukraine

ইউক্রেনের উপর পাল্টা রাশিয়া ড্রোন হামলা চালিয়েছিল। ২০২২ সাল থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেনের সংঘর্ষের সময়ে থেকে তখনও পর্যন্ত  তা ছিল  রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের বিমান বাহিনীর মতে, তাদের ভূখণ্ডে ৪৭২টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ড্রোন-বর্ষার ফলাফল ছিল ১১৭-৪৭২!

4/6

রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজ!

Russia's Crimean Bridge

এরপর রাশিয়া বিশেষ অপারেশনে, জলের তলায় ১১০০ কেজির বিস্ফোরকের ব্যবহারে রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজের একটি অংশ উড়িয়ে দিয়েছিল। জলের নীচের ব্রিজের স্তম্ভগুলিকে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনে আসার জন্য রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ রুট ছিল এই ১২ মাইল লম্বা ক্রিমিয়ান ব্রিজ। যেখানে রেল লাইনের সঙ্গেই রয়েছে চার লেনের মহাসড়ক।   

5/6

রাশিয়ার ফের আক্রমণ

Russia Attacks Ukraine

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১২০০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল মস্কো ৷ গত সোমবার গভীর রাতে ইউক্রেনের উপর ফের ড্রোন হামলা চালিয়েছে পুতিনের দেশ। মঙ্গলবার ভোরে রাজধানী কিভ কেঁপে গিয়েছে ড্রোন-মিসাইলের যৌথ হামলায়! ইউক্রেনের দক্ষিণ প্রান্তের বন্দর শহর ওডেসাতেও রাশিয়া হামলা চালিয়েছে। সেখানকার এক হাসপাতালের প্রসূতি বিভাগে রুশ বোমারু ড্রোন আছড়ে পড়ছে! জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়া ৩১৫টি ড্রোন ৭টি মিসাইল নিক্ষেপ করেছে।   

6/6

রাশিয়ার ফের আক্রমণ

Russia Attacks Ukraine

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি যে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে ৪৭৯টি ড্রোন ছাড়াও, বিভিন্ন ধরণের ২০টির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ৷ ইউক্রেনের  বায়ুসেনার মতে মূলত মধ্য এবং পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করেই হামলা করা হয়েছিল । ইউক্রেন বলছে যে,তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৭৭টি ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে ৷ মাত্র ১০টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। এখন পরিস্থিতি যা, তাতে করে ধারাবাহিক ভাবে এক দেশে আরেক দেশকে আক্রমণ করছে।