বিয়ের পর বড় সাফল্য, ফের আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন সাইনা নেহওয়াল
বিয়ের পর বড় সাফল্যে পেলেন সাইনা নেহওয়াল। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন তিনি।
পিভি সিন্ধুকে হারিয়ে ওলিম্পিকে সোনা জেতা ক্যারোলিন মারিনের বিরুদ্ধে জিতলেন সাইনা।
ইন্দোনেশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন সাইনা। স্পেনের ক্যারোলিন মারিনের বিরুদ্ধে জিতলেন তিনি।
ম্যাচে অবশ্য এগিয়ে ছিলেন মারিন। তবে চোট পেয়ে বসেন তিনি। ম্যাচে তখন মারিন এগিয়ে ৯-৩ এ। প্রথমে খেলতে চেষ্টা করেছিলেন তিনি। তবে পা মচকে যাওয়ায় শেষমেশ ব্যথা বাড়তে থাকে। তার পরই ম্যাচ ছেড়ে দেন।
গত বছর এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন সাইনা। এই প্রথমবার তিনি ইন্দোনেশিয়ান মাস্টার্স জিতলেন।