Home Image: 
ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?
Domain: 
Bengali
Home Title: 

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন? 

English Title: 
Salman Khan has 5 Dos and Don’ts for brother-in-law Aayush Sharma ahead of his Bollywood debut Loveratri
Slide Photos: 
ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

অর্পিতা সলমনের ভীষণ আদরের তাই ওয়ারিনার সঙ্গে আয়ুষের সম্পর্ক নিয়ে যদিও অন্যরকম কোনও কিছু খবর শোনা যায়, তাহলে বোন আঘাত পেতে পারে। আর সেকারণেই অর্পিতার কথাতেই আয়ুষকে বলিউডে আনলেও ভগ্নিপতির প্রতি কড়া নজর রয়েছে সলমনের, আর সেটা লাভরাত্রির ট্রেলার মুক্তির দিন আরও ভালো বোঝা গেল।

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

শোনা যাচ্ছে 'লাভরাত্রি'র অভিনেত্রী ওয়ারিনা হোসেনের সঙ্গে আয়ুষ শর্মা শ্যুটিং করার সময় সলমন সব সময় আয়ুষের দিকে নজর রেখেছিলেন।

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

পঞ্চম শর্তে সলমন আয়ুষকে সবসময় এনার্জিটিক থাকার পরামর্শ দেন।

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

চতুর্থ শর্তে সলমন বলেন, ''আয়ুষ যেন সব সময় নিজের শরীরের খেয়াল রাখেন, সুস্থ থাকেন, ফিট থাকেন।''

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

তৃতীয় শর্তে সলমন আয়ুষকে সলমন বলেন, ''ও যে বেশি রাত অবধি না জাগে, সকাল সকাল উঠে পড়ে। ''

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

দ্বিতীয় শর্ত হিসাবে আয়ুষকে সলমন বলেন 'তিনি যেন দর্শকদের বিশ্বাস না ভাঙেন'।

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

ট্রেলার মুক্তির দিন সলমন কিছুটা মজার ছলেই আয়ুষকে কড়াভাবে জানিয়ে দেন ৫টি শর্ত। যার মধ্যে প্রথম শর্ত হিসাবে বলেন, ''আয়ুষ ওয়ারিনার সঙ্গে) সিনেমা করলেও ওসবতো করতে পারবে না, কারণ ও বিবাহিত। একটা বাচ্চাও আছে। আর ওকে ওসব করার কোনও অনুমতি নেই, করলেও সেটা আইন বিরুদ্ধ হবে।''

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

তবে লাভরাত্রির ট্রেলার মুক্তির দিন ভগ্নিপতিকে পাঁচটি কড়া নিয়মের বেড়াজালে বেঁধে ফেলেছেন সলমন।  

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

সলমনের প্রযোজনা সংস্থার ছবি 'লাভরাত্রি'র মাধ্যমেই বলউডে পা রাখছেন আয়ুষ। সোমবারই সামনে এসেছে 'লাভরাত্রি' ট্রেলার।

ব্যাপার কী! নিয়মের বেড়াজালে বোনের স্বামীকে কেন আটকালেন সলমন?

অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহা, সুরজ পাঞ্চোলি সহ একাধিক অভিনেতার বলিউড ডেবিউ হয়েছে ভাইজানের হাত ধরেই। এবার আদরের বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মারও বলিউডে ডেবিউ হতে চলেছে সলমনের হাত ধরেই।