বদল হচ্ছে SBI এটিএম থেকে OTP দিয়ে টাকা তোলার নিয়ম, জেনে নিন
Sep 16, 2020, 20:36 PM IST
1/5
গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে OTP দিয়ে এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে SBI।
2/5
এখন থেকে এসবিআই গ্রাহকরা ওটিপি দিয়ে টাকা তোলার সুযোগ পাবেন ২৪ ঘণ্টা। এখন সন্ধে আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ওটিপি দিয়ে টাকা তোলা যায়। এবার তা চব্বিশ ঘণ্টা বা ২৪*৭ করা হচ্ছে ।
photos
TRENDING NOW
3/5
কীভাবে কাজ করে এই ওটিপি!
এটিএম-এ টাকা তুলতে গেলেই গ্রাহকের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিলেই টাকা তোলা যাবে। এতে গ্রাহকদের নিরাপত্তা আরও একধাপ বাড়বে।
4/5
কারা পাবেন এই সুবিধে!
স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড নিয়ে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই সুবিধা পাওয়া যাবে না। এই পরিকাঠামো এখনও তৈরি করা যায়নি বলে জানিয়েছে এসবিআই।
5/5
কীভাবে টাকা তোলা যাবে!
এটিএম-এ কার্ড পাঞ্চ করে টাকার অঙ্ক দিলেই এটিএমের স্ক্রিনে ভেসে উঠবে একটি ওটিপি উইন্ডো। সেখানেই মোবাইলে যাওয়া ওটিপি-টি দিতে হবে। তার পরেই টাকা উঠবে।