Dipsita Dhar in Bollywood: রাজনীতির ময়দান থেকে এবার পর্দায় দৃপ্ত মিছিলে স্লোগানবাজি দীপ্সিতার! বলিউডে পা রাখলেন SFI নেত্রী...

Dipsita Dhar: হিন্দি ওয়েব সিরিজে এবার দেখা যাবে sfi নেত্রী দীপ্সিতা ধরকে। জিদ্দি গার্লস নামের এক ওয়েবসিরিজ এ অভিনয় করেছেন তিনি।

Mar 12, 2025, 21:35 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী: কেউ অভিনয় থেকে আসেন রাজনীতিতে। এ রাজ্যের টলিউডের দেব থেকে বলিউডের কঙ্গনা-- সাম্প্রতিক অতীতে তেমন উদাহরণই ভুরি ভুরি। এবার উলটপুরান। 

2/5

সিপিআইএমের (CPIM) তরুণ চর্চিত মুখ দীপ্সিতা ধর এবার রাজনীতির মঞ্চ থেকে পা রাখলেন অভিনয়ে। শুরুতেই বড় ব্রেক। অ্যামাজন প্রাইমের 'জিদ্দি গার্লস'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এই JNU প্রাক্তনী।

3/5

উল্লেখ্য, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকেই তাঁর রাজনৈতিক উত্থান। ডাফলি হাতে 'আজাদি' স্লোগান অথবা পুরনো ভিডিয়োয় কলেজ সোশ্যালে দূরন্ত নাচ-- এসবই মিলিয়ে মিশিয়ে তাঁকে এক অন্য পরিচয় দিয়েছে সমাজমাধ্যম। বালির মেয়ে যে এ ভাবে বলিউডে পাড়ি দেবেন, তা অনেককেই চমকে দিয়েছেন।

4/5

অন্যদিকে, জিদ্দি গার্লস' প্রীতিশ নন্দী কমিউনিকেশন এর সিরিজ। গত ২৭ ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে এই ওয়েব সিরিজের প্রথম এপিসোড প্রকাশ পেয়েছে।  

5/5

এই সিরিজটি ৫ কলেজ পড়ুয়ার। কলেজের কড়া প্রিন্সিপালের অধীনে থেকে তারা বন্ধুত্ব, ভালোবাসা এবং লক্ষ্য আবিষ্কার করার চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সমস্ত চ্যালেঞ্জের মধ্যে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবে এবং ঘাত প্রতিঘাত সহ্য করবে। তারই মাঝে কলেজে উঠবে 'লড়াই'য়ের স্লোগান।