Tiger Pataudi-র এই কাজের জন্য বাবার কাছে কথা শুনতে হয়েছিল Sharmila-কে

Apr 16, 2021, 15:30 PM IST
1/7

ক্রিকেটারদের জীবনে উত্থান-পতন থাকেই। অনেকসময় তাঁদের সেই সাফল্য-ব্যর্থতার দায় গিয়ে পড়ে তাঁদের জীবনসঙ্গীর উপর গিয়ে। ক্রিকেট মাঠে ক্রিকেটার বিরাট কোহলির ব্যর্থতার কারণে অনুষ্কাকে দোষারোপ করেছেন অনেকেই। সম্প্রতি এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

2/7

শর্মিলা ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শুধু অনুষ্কা কেন, তাঁকেও বহুবার মনসুর আলি খান পতৌদির ব্যর্থতার দায় নিতে হয়েছে। 

3/7

শর্মিলার কথায়, মনসুর আলি খান পতৌদি একবার খেলার মাঠে ক্যাচ মিস করেছিলেন, যে কারণে তাঁকে অনেক কথা শুনতে হয়েছিল। 

4/7

মনসুর আলি খান পতৌদির ক্যাচ মিস করার দায়, শর্মিলার উপর কে চাপিয়েছিলেন জানেন? খোদ অভিনেত্রীর বাবা গীতিন্দ্রনাথ ঠাকুর।

5/7

শর্মিলার কথায়, আমাকেই দোষারোপ করে বাবা বলেনছিলেন, ''তোমার মনসুরকে সারা রাত জাগিয়ে রাখা ঠিক হয়নি। তুমি ভাবতে পারছ, এর ফল কী হতে পারে?''

6/7

শর্মিলা জানিয়েছেন, একটি পার্টিতে টাইগার পতৌদির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর জন্য একবার কবিতা লিখে শুনিয়েছিলেন পতৌদি। পরে যখন শর্মিলা সেটা তাঁর সহ অভিনেতা ফিরোজ খানকে দেখান, তিনি জানতে পারেন, সেটা আসলে মির্জা গালিবের লেখা।

7/7

১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর মনসুর আলি খানের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন শর্মিলা ঠাকুর। তাঁদের তিন সন্তান সইফ আলি খান, সাবা আলি খান ও সোহা আলি খান।