FTII-র চেয়ারম্যান পদে এলেন বিশিষ্ট পরিচালক শেখর কাপুর

Wed, 30 Sep 2020-12:06 am,

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার(FTII)চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ করা হল বিশিষ্ট পরিচালক শেখর কাপুরকে। জনপ্রিয় টিভি সিরিয়াল CID-র পরিচালক বি পি সিং এতদিন ওই পদে ছিলেন।

হিন্দি ও আন্তর্জাতিক ফিল্ম জগতকে একাধিক উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছেন শেখর কাপুর। তাঁর হাত দিয়েই বেরিয়েছে মাসুম, মিস্টার ইন্ডিয়া, ব্যান্ডিট ক্যুইন, এলিজাবেথ, এলিজাবেথ: দ্যা গোল্ডেন এজ-এর মতো ছবি।

সিনেমা জগতে বিশিষ্ট অবদানের জন্য ২০০০ সালে পদ্মশ্রী খেতাব পান শেখর কাপুর। তার আগে ১৯৯৮ সালেই পেয়েছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তাঁর তৈরি ছবি এলিজাবেথ আন্তর্জাতিক মহল সাড়া ফেলেছিল।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে শেখর কাপুরের নিয়োগের বিষয়টি টুইট করেন দফতরের মন্ত্রী প্রকাশ জাভরেকর।  কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, শেখর কাপুরের মতো ব্যক্তিত্ব ওই প্রতিষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করবেন। আশাকরি শেখরের নিযুক্তিতে সবাই খুশি হবেন।

বি পি সিং ছাড়াও ওই পদে ছিলেন অনুপম খের(২০১৭)। টেলিভিশন অভিনেতা গজেন্দ্র চৌহান ওই পদ থাকাকালীন বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁর পরেই ওই পদে আসেন অনুপম। তবে ২০১৮ সালে পদ থেকে ইস্তফা দিয়ে দেন খের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link