10000 Tribal People Affected: এক লপ্তে ১০ হাজার মানুষ আক্রান্ত! ফের কি মৃত্যুর পাহাড় দেখার জন্য প্রস্তুত থাকতে হবে?
Sickle Cell Disease: হিমোগ্লোবিন 'সিকল' বা কাস্তের মতো বেঁকে গেলে তারা নমনীয়তা হারায়, রক্তনালী দিয়ে মসৃণ ভাবে চলাচল করতে পারে না। ফলে রক্তের চলাচলে বাধা সৃষ্টি হয়। আর এসবের জেরে ঘটে নানা সমস্যা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থান, তেলঙ্গানা, ওডিশা। নানা জায়গা থেকেই আসছে সংক্রমণের খবর। কোন রোগ? সিকল সেল ডিজিজ-- এসসিডি। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এলাকায়। ১ কোটি ১৩ লক্ষ ৮৩ হাজার ৬৬৪ জন মানুষের পরীক্ষা হয়। এর মধ্যে কতজন পজিটিভ? শুনলে আঁতকে উঠতে হবে।
1/6
রাজস্থানে

2/6
বিয়েতে না

photos
TRENDING NOW
5/6
কাস্তের মতো বেঁকে যায়

সিকল সেল ডিজিজ কী? সিকল সেল ডিজিজকে সিকল সেল অ্যানিমিয়াও বলে। এই রোগে হিমগ্লোবিন আক্রান্ত হয়। লোহিত রক্ত কণিকায় অবস্থিত প্রোটিন অণু এই হিমগ্লোবিন অক্সিজেন বহন করে। এটির একটি নির্দিষ্ট আকার আছে। এটি নমনীয়ও। যাতে তা রক্তনালী দিয়ে সহজে চলাচল করতে পারে। সিকল সেল ডিজিজে মিউটেশন ঘটে লোহিত রক্ত কণিকার আকার বদলে যায়। অনেকটা 'সিকল' বা কাস্তের মতো বেঁকে যায় এটি। আর এই ঘটনাটি হিমোগ্লোবিনকে আক্রান্ত করে।
6/6
সংক্রমণের জটিলতা

'সিকল' বা কাস্তের মতো বেঁকে গেলে তারা নমনীয়তা হারায়, আর রক্তনালীর ভিতর দিয়ে আগের মতো মসৃণ ভাবে চলাচল করতে পারে না। ফলে রক্তের চলাচলেও বাধা সৃষ্টি করে। আর এর জেরে জটিল সব অসুস্থতা তৈরি হয়। ক্রনিক পেইন হয়, স্ট্রোক হতে পারে, ফুসফুসে সমস্যা দেখা দেয়, চোখের সমস্য়া তৈরি হয়, কিডনিতে সংকট ঘনায়, সংক্রমণও বাড়ে।
photos