Sikkim Avalanche: অফিস ট্যুরে গিয়ে তুষারধসের কবলে, আর বাড়ি ফেরা হল না শিলিগুড়ির সৌরভের
নারায়ণ সিংহ রায়: অফিসের কাজে সিকিম গিয়ে আর বাড়ি ফেরা হল না শিলিগুড়ির সৌরভ রায়চৌধুরীর। তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ড শক্তিগড়ের বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর।
জানা গিয়েছে, সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিলেন। সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যান তাঁরা। তারপরই প্রবল তুষার ঝড়ে আটকে পড়েন। বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয়েছে।
সেনাবাহিনী উদ্ধারকার্য শুরু করার অনেকটা সময় পর সৌরভের নিথর দেহ খুঁজে পায়। বুধবার সকালে সৌরভদের বাড়িতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
তিনি জানান, সিকিমে ময়নাতদন্ত হওয়ার পরই সৌরভের নিথর দেহ শিলিগুড়িতে নিয়ে আসা হবে। সরকার আর্থিকভাবে নিহতের পরিবারের পাশে থাকবে বলেও মেয়র জানান।
গতকাল প্রবল তুষারধসে পূর্ব সিকিমে ৭ পর্যটক প্রাণ হারান। গুরুতর আহত হন ১৫ জন। যাদেরকে সিকিমের এসডিএম হাসপাতালে ভর্তি করা রয়েছে।
সরকারিভাবে জানানো হয়েছে, মৃত ৭ জনের মধ্যে তিনজন নেপালের বাসিন্দা। ২ জন পশ্চিমবঙ্গের ও ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা।