Meghalaya Honeymoon case: 'মাদকাসক্ত করিয়ে আমাকে উত্তরপ্রদেশে আনা হয়েছে, আমি ভিকটিম...!', চাঞ্চল্যকর দাবি স্বামীহন্তা সোনমের

Meghalaya honeymoon murder: সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করে সোনম রঘুবংশী। জেরায় চাঞ্চল্যকর দাবি সোনমের। এডিজি জানিয়েছেন, সোনম পুলিসের সামনে নিজেকে ভিকটিম বলে ব্যক্ত করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তাকে মাদকাসক্ত করে উত্তরপ্রদেশে আনা হয়েছে।

| Jun 10, 2025, 09:05 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে বলে অভিযোগ নববধূ সোনমের বিরুদ্ধে। ইতোমধ্যেই সোনমকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের গাজিপুরের পুলিস। তিনি নিজেই গাজিপুর পুলিসের কাছে আত্মসমর্পণ করে বলেও জানা যায়। এরপরেই মামলার একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

2/6

সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইউপি পুলিসের এডিজি অমিতাভ যশ মামলা সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জেরায় সোনম দাবি করেন যে, তাকে মাদকাসক্ত করে গাজিপুরে আনা হয়েছিল। এবং তিনি ভুক্তভোগী বা ভিকটিম।

3/6

অমিতাভ বলেন, 'সোনম পুলিসের সামনে নিজেকে ভিকটিম বলে প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে তাকে মাদকাসক্ত করে গাজিপুরে নিয়ে আসা হয়েছে। সে যখন বুঝতে পারে যে এবার তাকে পুলিস ধরবে, তখন সে সোমবার ভোর ৩টের সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারকে জানায় যে সে গাজিপুর-বারাণসী সড়কের একটি ধাবায় আছে।'

4/6

পুলিস অফিসার আরও জানিয়েছেন, 'সোনম একজন খুবই বোকা পরিকল্পনাকারী। পুলিসি পদ্ধতি সম্পর্কে তার কোনও জ্ঞান নেই। সে ভেবেছিল যে ভিকটিমের ছদ্মবেশে পালিয়ে যেতে পারবে, কিন্তু ব্যর্থ হয়েছে।' 

5/6

পুলিসি তদন্তে জানা গিয়েছে, স্বামী রাজাকে খুন করতে মধ্যপ্রদেশে থেকেই ৩ সুপারি কিলারকে ভাড়া করে সোনম। এবং রাজ বলে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল, তার জেরেই এই খুনের পরিকল্পনা।

6/6

এই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, রাজ কুশওয়াহা, যার সঙ্গে সোনমের সম্পর্ক ছিল বলে অভিযোগ, তাদের মধ্যে একজন। অন্য তিনজন অভিযুক্ত হলেন আকাশ রাজপুত, বিকাশ ওরফে ভিকি এবং আনন্দ।