ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন কলকাতার সৌরভ কোঠারি

| Oct 27, 2018, 16:50 PM IST
1/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

1

সিঙ্গাপুরে আয়োজিত ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন কলকাতার সৌরভ কোঠারি। পিটার গ্রিলক্রিস্টকে ১১৩৪-৯৪৪ পয়েন্টে হারিয়ে তিনি বিলিয়ার্ডস বিশ্বে সেরা হলেন।

2/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

2

২০১৬-য় বেঙ্গালুরুতে আয়োজিত বিশ্ব মিটে এই গিলক্রিস্টের কাছেই হেরে গিয়েছিলেন সৌরভ। দুই বছর পর সেই গিলক্রিস্টকেই হারিয়ে বিশ্বজয় করলেন তিনি।

3/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

3

১৯৯০ সালে সৌরভের বাবা মনোজ কোঠারি বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। বাবার হাত ধরেই সৌরভের বিলিয়ার্ডসের জগতে প্রবেশ।

4/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

4

বছর তেইশের সৌরভ গত বছরই অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 

5/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

5

অর্জুন পুরস্কার পাওয়ার পরও মনেক কোথাও যেন খচখচানি ছিল তাঁর। কারণ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাচ্ছিলেন না।

6/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

6

২০১৭ সালে তুর্কমেনিস্তানে আয়োজিত এশিয়ান ইনডোর গেমসে  সোনার পদক জিতেছিলেন সৌরভ।

7/7

বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

7

অবশেষে সৌরভের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হল। এত বড় খেতাব জয়ের পর সৌরভ বললেন, ''এই জয় দেশবাসীকে দীপাবলির উপহার হিসাবে উত্সর্গ করছি।''