ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন কলকাতার সৌরভ কোঠারি
সিঙ্গাপুরে আয়োজিত ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন কলকাতার সৌরভ কোঠারি। পিটার গ্রিলক্রিস্টকে ১১৩৪-৯৪৪ পয়েন্টে হারিয়ে তিনি বিলিয়ার্ডস বিশ্বে সেরা হলেন।
২০১৬-য় বেঙ্গালুরুতে আয়োজিত বিশ্ব মিটে এই গিলক্রিস্টের কাছেই হেরে গিয়েছিলেন সৌরভ। দুই বছর পর সেই গিলক্রিস্টকেই হারিয়ে বিশ্বজয় করলেন তিনি।
১৯৯০ সালে সৌরভের বাবা মনোজ কোঠারি বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। বাবার হাত ধরেই সৌরভের বিলিয়ার্ডসের জগতে প্রবেশ।
বছর তেইশের সৌরভ গত বছরই অর্জুন পুরস্কার পেয়েছিলেন।
অর্জুন পুরস্কার পাওয়ার পরও মনেক কোথাও যেন খচখচানি ছিল তাঁর। কারণ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাচ্ছিলেন না।
২০১৭ সালে তুর্কমেনিস্তানে আয়োজিত এশিয়ান ইনডোর গেমসে সোনার পদক জিতেছিলেন সৌরভ।
অবশেষে সৌরভের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হল। এত বড় খেতাব জয়ের পর সৌরভ বললেন, ''এই জয় দেশবাসীকে দীপাবলির উপহার হিসাবে উত্সর্গ করছি।''