যেখানে সেখানে ব্যবহৃত মাস্ক ফেললেই এবার কঠোর শাস্তি!
দেবারতি ঘোষ : মাস্ক ব্যবহার করে সেগুলি যেখানে সেখানে ফেলে দিচ্ছেন সাধারণ মানুষ। আর এরফলে সংক্রমণ ছড়াচ্ছে।
সাফাই কর্মীরা না জেনে, না বুঝেই সেই মাস্ক তুলছেন। এরফলে অনেক সময়ই সংক্রমিত হচ্ছেন।
তাই এবার যত্রতত্র ব্যবহৃত মাস্ক ফেলা রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা।
যেখানে সেখানে ব্যবহৃত মাস্ক ফেললেই এবার নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কলকাতা পুরসভা।
ব্যবহৃত মাস্ক ফেলতে হবে আবর্জনা ফেলার নির্দিষ্ট পাত্রে অথবা যিনি বাড়িতে আবর্জনা নিতে আসেন, তাঁকে বলে সেই গাড়িতে ফেলতে হবে।