Sunita Williams: ২৮৬ নয়, মোট ৬০৮ দিন মহাকাশে! 'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড! সুনীতার অজানা ১০ তথ্য...

Sunita Williams 10 interesting facts: 'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড করেছেন সুনীতা উইলিয়ামস। ২ মহাকাশচারীকে ফিরিয়ে আনতে ৯০০ ঘণ্টার গবেষণা চালায় মাস্কের স্পেসএক্স ক্রু-৯। 

| Mar 19, 2025, 15:17 PM IST
1/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

Sunita Williams 10 interesting facts: ৮ দিনের জায়গায় মহাকাশে ৯ মাস! ২৮৬ দিন পর বুধবার ভোরে ফ্লোরিডা উপকূলে নাসার ২ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে পৃথিবী ছোঁয় স্পেসএক্স ক্রু-৯ মিশন।     

2/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

দুই মহাকাশচারীকে নিয়ে ক্রু-৯ মিশন পৃথিবী ছুঁতেই নাসার তরফে ভাগ করে নেওয়া হয় সুনীতা ও বুচকে নিয়ে ১০ আকর্ষণীয় তথ্য। যেমন- ১) মার্কিন মহাকাশচারীদের মধ্যে সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।  

3/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

২) সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৬ দিন মহাকাশে কাটানোর সময় মোট ১২১,৩৪৭,৪৯১ মাইল ভ্রমণ করেছেন। পৃথিবীর চারপাশে ৪,৫৭৬ বার কক্ষপথ সম্পূর্ণ করেছেন।  

4/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৩) ৬ মাস- ৬মাস করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মহাকাশচারীদের রোটেশন করানোর যে রীতি চালু আছে, তা ভেঙে দিয়েছেন সুনীতা ও বুচ। তবে একক-মিশনের সময়কালের নিরিখে এটি মার্কিন রেকর্ডগুলির মধ্যে মাত্র ষষ্ঠ স্থানে রয়েছে।  

5/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৪) হেগ এবং গোরবুনভও তাঁদের অভিযানে ৭২,৫৫৩,৯২০ মাইল ভ্রমণ করেছেন। মহাকাশে ১৭১ দিন কাটিয়েছেন ও পৃথিবীর চারপাশে ২,৭৩৬ কক্ষপথ সম্পূর্ণ করেছেন।  

6/11

স্পেসওয়াক-উওম্যান হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৫) মোট ৩টি অভিযানে সুনীতা উইলিয়ামস মহাকাশে মোট কাটিয়েছেন ৬০৮ দিন। বুচ উইলমোরও মোট ৩টি অভিযানে মহাকাশে মোট ৪৬৪ দিন এবং হেগ ২টি মিশনে মোট ৩৭৪ দিন মহাকাশে কাটিয়েছেন। তবে গোরবুনভের ক্রু-৯ মিশন-ই ছিল প্রথম মহাকাশযাত্রা।  

7/11

'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৬) সুনীতা উইলিময়াস ও বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে ৯০০ ঘণ্টারও বেশি গবেষণা ও ১৫০-এরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে  ক্রু-৯।  

8/11

'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৭) সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ৮টি ভিন্ন পরিদর্শননকারী মহাকাশযান দেখতে পান।  

9/11

'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৮) সুনীতা উইলিয়ামস ২ বার স্পেসওয়াক করেন। বুচ উইলমোর এবং নিক হেগ একবার করে স্পেসওয়াক করেন।  

10/11

'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

৯) একজন মহিলা মহাকাশচারী হিসেবে মোট ৬২ ঘন্টা ৬ মিনিট মহাকাশে হেঁটে 'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড করেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আর সর্বকালের মহাকাশে হাঁটার সময়কালের নিরিখে তালিকায় চতুর্থ স্থানে আছেন সুনীতা।  

11/11

'স্পেসওয়াকিং উওম্যান' হিসেবে রেকর্ড, সুনীতা উইলিয়ামসের ১০ অজানা তথ্য

Sunita Williams 10 interesting facts

১০) ক্রু-৯ মিশন ছিল ফ্রিডম নামক ড্রাগন মহাকাশযানের চতুর্থ অভিযান। আগে নাসার স্পেসএক্স ক্রু-৪, অ্যাক্সিওম মিশন ২ এবং অ্যাক্সিওম মিশন ৩-কেও সাপোর্ট দিয়েছিল ক্রু-৯।