Tangra Tripple Murder | Prasun Dey: স্ত্রী রোমিকে সঙ্গে নিয়ে একমাত্র মেয়েকেও খুন! কীভাবে? হাড়হিম স্বীকারোক্তি প্রসূন দে-র...
Tangra Tripple Murder Case Update: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গতকাল রাতেই প্রসূন দে-কে গ্রেফতার করে পুলিস।
1/5
মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

2/5
মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

photos
TRENDING NOW
3/5
মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

4/5
মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

ওদিকে হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল প্রণয় দে এবং তাঁর নাবালক পুত্রের। প্রণয় দে-র কোমরের ও পায়ের সংযোগকারী স্থলের বাম পাশে থাকা বল নড়ে গিয়েছে। তবে চিকিৎসার পরিভাষায় homo dynamically stable । শ্বাসপ্রশ্বাসের সমস্যা থাকায়, প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এক্স-রে করা হয়েছে। ব্যথা যন্ত্রণা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। সি-প্যাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
5/5
মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

প্রণয় দে-র নাবালক পুত্রের শারীরিক অবস্থাও স্থিতিশীল। তবে তার ঘাড় এবং বাম হাতের অংশে আঘাত ছিল। কোমর এবং বাম পায়ের মধ্যবর্তী স্থলে আঘাত থাকায় তার অপারেশন হয়েছে। তাকে মনোবিদের পরামর্শ নিতে বলা হয়েছে। ট্যাংরাকাণ্ডে মানসিকভাবে সবচেয়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত যে এই নাবালক, সে বিষয়ে দ্বিমতের কোনও অবকাশ নেই!
photos