Tangra Tripple Murder | Prasun Dey: স্ত্রী রোমিকে সঙ্গে নিয়ে একমাত্র মেয়েকেও খুন! কীভাবে? হাড়হিম স্বীকারোক্তি প্রসূন দে-র...

Tangra Tripple Murder Case Update: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গতকাল রাতেই প্রসূন দে-কে গ্রেফতার করে পুলিস।

Mar 04, 2025, 12:02 PM IST
1/5

মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

Prasun Dey's chilling Confession killing his only daughter

অয়ন ঘোষাল ও অয়ন শর্মা: শুধু স্ত্রী-বউদি নয়, নিজে হাতে নিজের মেয়েকেও খুন করেছেন প্রসূন। ট্যাংরাকাণ্ডে হাড়হিম স্বীকারোক্তি প্রসূন দে-র। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গতকাল রাতেই প্রসূন দে-কে গ্রেফতার করে পুলিস। তারপর রাতভর পুলিসি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দে পরিবারের ছোটোভাই প্রসূন দে-র।   

2/5

মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

Prasun Dey's chilling Confession killing his only daughter

রাতভর জেরায় পুলিসকে প্রসূন দে জানান, নিজের মেয়েকেও খুন করেছেন তিনি। স্ত্রী রোমিকে সঙ্গে নিয়ে মেয়েকে খুন করেছেন প্রসূন। এতদিন ধরে প্রসূন দে শুধুমাত্র নিজের স্ত্রী ও বৌদিকে খুন করার কথা স্বীকার করে আসছিলেন।   

3/5

মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

Prasun Dey's chilling Confession killing his only daughter

পুলিস সূত্রে খবর, রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদে অবশেষে প্রসূন দে স্বীকার করেন যে, তাঁর মেয়েকেও তিনি নিজেই খুন করেছেন। প্রথমে মেয়ের হাতের শিরা কাটেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে তিনি ও তাঁর স্ত্রী রোমি মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে রাখেন।   

4/5

মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

Prasun Dey's chilling Confession killing his only daughter

ওদিকে হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল প্রণয় দে এবং তাঁর নাবালক পুত্রের। প্রণয় দে-র কোমরের ও পায়ের সংযোগকারী স্থলের বাম পাশে থাকা বল নড়ে গিয়েছে। তবে চিকিৎসার পরিভাষায় homo dynamically stable । শ্বাসপ্রশ্বাসের সমস্যা থাকায়, প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এক্স-রে করা হয়েছে। ব্যথা যন্ত্রণা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। সি-প্যাপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

5/5

মেয়েকে খুনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসূন দে-র!

Prasun Dey's chilling Confession killing his only daughter

প্রণয় দে-র নাবালক পুত্রের শারীরিক অবস্থাও স্থিতিশীল। তবে তার ঘাড় এবং বাম হাতের অংশে আঘাত ছিল। কোমর এবং বাম পায়ের মধ্যবর্তী স্থলে আঘাত থাকায় তার অপারেশন হয়েছে। তাকে মনোবিদের পরামর্শ নিতে বলা হয়েছে। ট্যাংরাকাণ্ডে মানসিকভাবে সবচেয়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত যে এই নাবালক, সে বিষয়ে দ্বিমতের কোনও অবকাশ নেই!