ভারতে প্রথম, ট্রেন দেরি করলে এবার ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা
নিজস্ব প্রতিবেদন: ট্রেন গন্তব্যে পৌঁছতে দেরি করলে যাত্রীদের দেওয়া হবে ক্ষতিপূরণ। এমন অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
তেজস এক্সপ্রেসে প্রথম শুরু হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া। ট্রেন ১ ঘণ্টা দেরি করলে যাত্রীরা ক্ষতিপূরণ পাবেন ১০০ টাকা। ২ ঘণ্টার বেশি দেরি হলে ২৫০ টাকা পাবেন যাত্রীরা।
শুধু তাই নয়, ২৫ লক্ষ টাকার বিমাও পাচ্ছেন যাত্রীরা। এজন্য এক আনাও দিতে হচ্ছে না।
এর সঙ্গে আরও একাধিক সুবিধা পাবেন যাত্রীরা। জি নিউজকে একটি সূত্র জানিয়েছে, যাত্রীদের বাড়ি থেকে লাগেজ আনা-পৌঁঠনোর দায়িত্বও নেবে আইআরসিটিসি। এছাড়া এক্সিকিউটিভ ক্লাসে থাকছে বিশেষ লাউঞ্জ। বিমানের মতো ট্রেনেও থাকতে পারেন ট্রেনসেবিকা।
তেজস এক্সপ্রেস চালাতে চলেছে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড ট্যুরিজম অপারেশন। ৪ অক্টোবর থেকে দিল্লি-লখনৌ রুটে চলবে তেজস এক্সপ্রেস।