Bihar Assembly Election 2025: বিহার ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে তেজস্বীর এই ৪ ঘোষণা

Bihar Assembly Election 2025: লালু পুত্র এদিন বলেন, মহাজোট যদি ক্ষমতায় আসে তাহলে উপমুখ্যমন্ত্রী করা হবে পিছড়ে বর্গ থেকে

| Nov 04, 2025, 05:28 PM IST
1/6

তেজস্বী যাদব

তেজস্বী যাদব

বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের এবার বড় পরীক্ষা। প্রাক নির্বাচনী সমীক্ষা যা বলছে তাতে এবার এনডিএর সঙ্গে জোর লড়াই মহাজাটের। আগামী শুক্রবার বিহার বিধানসভার প্রথম দফার ভোট। তার আগে রাজ্যের মহিলাদের  বড় প্রতিশ্রুতি দিলেন তেজস্বী যাদব।  

2/6

মহিলাদের অনুদান

মহিলাদের অনুদান

মঙ্গলবার তেজস্বী বলেন, ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আগামী বছর জানুয়ারি মাসে এককালীন ৩০,০০০ টাকা অনুদান দেওয়া হবে।

3/6

সরকারি ঘোষণা

সরকারি ঘোষণা

সম্প্রতি রাজ্যের এনডিএ সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় মহিলাদের ১০,০০০ টাকা দিয়েছে। রাজ্যের ১ কোটি মহিলাকে ওই টাকা দেওয়া হয়েছে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য।  

4/6

নতুন দিশা

নতুন দিশা

এদিন তেজস্বী যাদব বলেন, বহু মহিলার সঙ্গে কথা বলেছি। বহেন মান যোজনা নিয়ে অনেকেই উত্সাহ রয়েছে। মানুষ বলছে, ওই যোজনা রাজ্যের মানুষকে নতুন দিশা দেখাবে। 

5/6

৪ উপমুখ্যমন্ত্রী

৪ উপমুখ্যমন্ত্রী

লালু পুত্র এদিন বলেন, মহাজোট যদি ক্ষমতায় আসে তাহলে উপমুখ্যমন্ত্রী করা হবে পিছড়ে বর্গ থেকে। পাশাপাশি এক জনের জায়গায় ৪ জন উপ মুখ্যমন্ত্রী করা হবে।

6/6

এমএসপি

এমএসপি

তেজস্বী যাদব আরও বলেন, ক্ষমতায় এলে কৃষকদের ফসলের এমএসপিতে আরও ৩০০ টাকা বেশি দেওয়া হবে। চাষের জন্য বিনা খরচে বিদ্যুত্ দেওয়া হবে।