Bengal Winter Updates: মরসুমের শীতলতম দিন? দার্জিলিং ৩.৮, পুরুলিয়ায় ৮.১! শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে...

Bengal Temperature Updates: আজ, বৃহস্পতিবার এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। গতকাল বুধবার কলকাতায় রাতের তাপমাত্রা নেমেছিল ১৩-র ঘরে! এবার কি শুরু হল ঠান্ডার লীলা?

| Dec 12, 2024, 20:11 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, বৃহস্পতিবার এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। দিন ও রাতের তাপমাত্রাতেও বড়সড় পতন। বুধবার কলকাতায় রাতের তাপমাত্রা লাফ দিয়ে নেমেছিল ১৩-র ঘরে। আর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নীচে!

 

1/6

উত্তর

বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা-- দার্জিলিংয়ে ৩.৮ ডিগ্রি, জলপাইগুড়িতে ১০.১ ডিগ্রি। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

দক্ষিণবঙ্গেও

শুধু দার্জিলিং নয়, কড়া শীত দক্ষিণবঙ্গেও। সিউড়ি ৯.৯ ডিগ্রি, বর্ধমান পূর্ব ১০ ডিগ্রি, বর্ধমান পশ্চিম ১০ ডিগ্রি এবং পুরুলিয়ায় ৮.১ ডিগ্রি। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

আলিপুর-দমদম

দমদমে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি, আলিপুরে ছিল ১৩.৮ ডিগ্রি। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

কল্যাণী-হাওড়া-উলুবেড়িয়া

বুধবার রাতে কল্যাণীতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি, হাওড়ায় ১৩ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১২.৫ ডিগ্রি। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

৪ ডিগ্রি পর্যন্ত নীচে

এসে গিয়েছে বৃহস্পতিবারের বিকেলের আবহাওয়াও। বলা হয়েছে ১৫ ডিসেম্বরের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যেতে পারে। (তথ্য: অয়ন ঘোষাল) 

6/6

জাঁকিয়ে শীত

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। তার মানে, এতদিনে জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে! (তথ্য: অয়ন ঘোষাল)