প্রায় ৫৫ হাজার করোনা আক্রান্তের পর পর এই উপসর্গগুলোই হয়েছিল, প্রকাশ গবেষণায়

Aug 15, 2020, 17:45 PM IST
1/5

করোনা সংক্রমণ হলে মূলত লক্ষণ হিসাবে ধরা হচ্ছে- কাশি, নাকে গন্ধ না পাওয়া, নাক দিয়ে জল পরা, শ্বাসে অসুবিধা ইত্যাদিকে। কিন্তু, বহুক্ষেত্রেই আর পাঁচটা সাধারণ সর্দি-কাশির সঙ্গে লক্ষণগুলি গুলিয়ে ফেলছেন রোগীরা। ফলে দেরি হচ্ছে টেস্টিংয়ে। এবার সেই সমাধানেরই সম্ভাব্য সূত্র দিলেন একদল মার্কিন গবেষক। 

2/5

ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফর্নিয়ার মেডিসিন ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী নির্দিষ্ট একটি ক্রম মেনে পর পর প্রকাশিত হয় করোনাভাইরাসের লক্ষণ। সিংহভাগ ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে। ক্রমটা কীরকম?

3/5

বিভিন্ন মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটি বলছে, করোনা সংক্রমিত ব্যক্তির প্রথমে জ্বর হয়। এর সঙ্গে পর পর কাশি, গায়ে ব্যাথা, মাথা ঘোরা, বমি ভাব ও পেট খারাপ হতে পারে। 

4/5

ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফর্নিয়ার মেডিসিন ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক পিটার কান-এর মতে এর ফলে চিকিত্সক ও রোগী উভয়েই করোনা হয়েছে কিনা তা যাচাই করতে দ্রুত টেস্টিংয়ের পথে হাঁটবেন।

5/5

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গচ্ছিত চিনের ৫৫,০০০ করোনা সংক্রমিত ব্যক্তির কেস স্টাডির মাধ্যমে সাজানো হয়েছে এই উপসর্গের ক্রম। এঁরা প্রত্যেকেই ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন।