Home Image: 
পেটে এফোঁড়-ওফোঁড় তিনটি রড, সেই অবস্থাতেই সঞ্জানে হাসপাতালে পৌঁছলেন যুবক, দেখুন ছবি
Domain: 
Bengali
Home Title: 

পেটে এফোঁড়-ওফোঁড় তিনটি রড, সেই অবস্থাতেই সঞ্জানে হাসপাতালে পৌঁছলেন যুবক, দেখুন ছবি

English Title: 
Three rods get stuck in to the stomach of a construction worker what happened to the injured person
Slide Photos: 

হাসপাতাল কর্তৃপক্ষ রড কাটার জন্য পূর্ত দফতরের আধিকারিকদের খবর দেয়। চিকিত্সকরা জানিয়েছেন, প্রথমে রড কেটে ছোটো করা হবে, তারপর তা টেনে বার করা হবে। রড ছোটো করে না কাটলে, শরীরের অন্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রচুর রক্তের ব্যবস্থা রাখা রয়েছিল। তবে শেষ পর্যন্ত সফল অস্ত্রপচারে তিনটি রডই বের করা গিয়েছে।

তৃতীয় রডটি উদয়ের লিভারের নীচ দিয়ে বেরিয়ে গিয়েছে।

অপর রডটি অন্ত্রের ভিতর ঢুকে গিয়েছে।

এক্স-রে করে দেখা যায়, একটি রড উদয়ের কিডনির খুব কাছ ঘেঁষে বেরিয়ে গিয়েছে।

উদয়ের চিকিত্সায় ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট শল্য চিকিত্সক রহমান।

 প্রাথমিক চিকিত্‍সার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়।

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উদয়ের প্রাথমিক চিকিত্সা করা হয়

দ্রুত তাকে বাইরুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দৃশ্য দেখে শিউরে ওঠেন চিকিত্সকরাই।

তিনটি রড তার পেটে এফোঁড় ওফোঁড় হয়ে যায়। ওই অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

বাড়ির ছাদে একটি বিদ্যুতের তার পড়ে ছিল। কাজ করার সময় তার ছুঁয়ে ছিটকে নীচে পড়ে যান উদয়।

 বারুইপুরের চাম্পাটি মোড়ের ঘটনা। নির্মাণস্থলে কাজ করছিলেন রাজমিস্ত্রি উদয় সর্দার।

নির্মাণকাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনা। লোহার রড ঢুকে গেল রাজমিস্ত্রির পেটে।