Gold Price: রেকর্ড ছুঁয়েও সপ্তাহের শুরুতে কমল সোনার দাম! কলকাতায় হলুদ ধাতুর দাম কত?

Gold, silver rate today: সোনার দামে বিরাট বদল। গয়নার সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। এক ঝটকায় কম সোনার দাম। তবে লাফিয়ে বেড়েছে রুপোর দাম।

Mar 17, 2025, 13:00 PM IST
1/6

সোনার দাম

Gold Price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশজুড়ে সোনার দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। তবে এদিন সামান্য স্বস্তি দিয়ে একটু স্বস্তি সোনার দামে। 

2/6

সোনার দাম

Gold Price

কলকাতা, ভারতের অন্যতম ব্যস্ত সোনার বাজার, সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮২,১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৯,৬৭০ টাকা। ১৬ মার্চ কোন শহরে সোনার দাম কত- কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮২,২০০ টাকা।  

3/6

সোনার দাম

Gold Price

দিল্লিতে এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮২,৩৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৯,৮২০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮২,২০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৯,৬৭০ টাকা।

4/6

সোনার দাম

Gold Price

সোনার দাম বৃদ্ধির পেছনে মূলত আন্তর্জাতিক বাজারের প্রভাব রয়েছে। বিশ্বব্যাপী সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে, দেশীয় বাজারেও দাম বাড়ছে। এছাড়া, ভারতীয় টাকার মূল্য পতনও সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ। 

5/6

সোনার দাম

Gold Price

তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে বেশ চিন্তায় মধ্যবিত্ত ৷ সম্প্রতি ৮০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছে সোনার দাম ৷ আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন ৷ 

6/6

সোনার দাম

Gold Price

প্রসঙ্গত, ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর।