Turkish President Erdogan's Support to Pakistan: 'ভালো হোক বা খারাপ, পাকিস্তানকেই সমর্থন করব', বয়কটের মুখেও অনড় তুর্কিয়ে...

Boycott Turkey: তুর্কিয়েতে ভূমিকম্পের পর ‘অপারেশন দোস্ত’ শুরু করেছিল ভারত। সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরও ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানেরই পাশে দাঁড়িয়েছে এরদোগানের দেশ। ভারত বয়কটের ডাক দিলেও পাকিস্তানের পাশেই থাকতে অনড় প্রেসিডেন্ট। 

| May 16, 2025, 02:49 PM IST
1/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা তো দূর। বরং পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুর্কিয়ে। পাকিস্তানের পাশে দাঁড়াতে পাঠিয়েছিল যুদ্ধজাহাজ। আর অপারেশন সিঁদুরের পর তুর্কিয়ের তৈরি ড্রোন দিয়েই ভারতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।  

2/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

অথচ তুর্কিয়েতে ভূমিকম্পের পর ‘অপারেশন দোস্ত’ শুরু করেছিল ভারত। সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরও ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানেরই পাশে দাঁড়িয়েছে এরদোগানের দেশ।   

3/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

তুর্কিয়ের এই ব্যবহারে রুষ্ট ভারতীয়রা এবার ওই দেশকে বয়কটের ডাক দিয়েছেন। তবে এবার তুর্কিয়ের প্রেসিডেন্ট জানিয়ে দিলেন যে তিনি এতে একটুও বিচলিত নন। পাকিস্তানকে খোলাখুলি সমর্থনের কথা ফের জানিয়েছেন তিনি।   

4/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ভবিষ্যতেও দেশের অবস্থান একই থাকবে। এজন্য তুর্কিয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এরদোগানকে ‘মূল্যবান ভাই’ বলে সম্বোধন করেন।   

5/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

তারই উত্তর দিয়ে এরদোগান লিখেছেন, ‘দু’দেশের মধ্যে বন্ধুত্ব বিশ্বের কম দেশের মধ্যেই রয়েছে। পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতাকে সবসময় গুরুত্ব দেয় তুর্কিয়ে। আমরা ভালো-খারাপ উভয় সময়ই ইসলামাবাদের পাশে রয়েছি। ভবিষ্যতেও থাকব।’   

6/6

পাকিস্তানের পাশেই তুর্কিয়ে

ইতোমধ্যেই পর্যটন থেকে ব্যবসা, নানা ক্ষেত্রে তুর্কিয়েকে বয়কট করেছে ভারত। গত বছর শুধুমাত্র ভারতীয় দের হাত ধরেই তুর্কিয়ের ব্যবসা হয়েছে ৪০০০ কোটি। দিনে দিনে ক্যানসেল হচ্ছে একের পর এক ট্যুর। তুর্কিয়েকে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছে ভারত।