Sudip Mukherjee Marriage: পৃথার সঙ্গে সত্যিই বিচ্ছেদ? এবার বিয়ে নিয়ে বড় সিদ্ধান্ত 'চিরসখা' সুদীপের...

Tv Actor Sudip Mukherjee: আচমকা পৃথা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মধ্যে মতবিরোধের কথা জানিয়েছিলেন সুদীপের স্ত্রী পৃথা। প্রথমে সুদীপ এই বিষয়ে মুখ না খুললেও, পরে তিনিও সংসারে সমস্যার কথা স্বীকার করে নেন। 

| Oct 10, 2025, 08:35 PM IST
1/10

সুদীপ-পৃথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বছর আগে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল।   

2/10

সুদীপ-পৃথা

আচমকা পৃথা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মধ্যে মতবিরোধের কথা জানিয়েছিলেন। প্রথমে সুদীপ এই বিষয়ে মুখ না খুললেও, পরে তিনিও সংসারে সমস্যার কথা স্বীকার করে নেন।   

3/10

সুদীপ-পৃথা

সম্প্রতি তাঁদের একাধিক ছবিতে আবার একসঙ্গে দেখে সকলের মনে প্রশ্ন, সব দূরত্ব কি তবে ঘুচল?  

4/10

সুদীপ-পৃথা

দুই ছেলে এবং স্ত্রী পৃথার সঙ্গে সাজানো সংসার ছিল সুদীপের। মাঝে তাঁরা দু'জন আলাদা আলাদা বাড়িতে থাকা শুরু করেছিলেন।   

5/10

সুদীপ-পৃথা

কিন্তু সেই সিদ্ধান্ত বদলে ফেলেছেন এই তারকা দম্পতি। দুই ছেলের কথা ভেবেই সুদীপ এবং পৃথা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।  

6/10

সুদীপ-পৃথা

অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জানান, "এখন আমরা একসঙ্গে থাকছি।"  

7/10

সুদীপ-পৃথা

সুদীপ জানান, তাঁদের দুই সন্তান এখনও অনেকটাই ছোট। তাদের ওপর এই বিচ্ছেদের কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, তা তাঁরা চাননি। দুই ছেলেকে একটি শান্তিপূর্ণ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই তাঁরা এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন।  

8/10

সুদীপ-পৃথা

গত বেশ কিছুদিন ধরে সুদীপের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে তাঁদের পরিবারের নানা ছবি দেখা গিয়েছে। কখনও তিনি দুই ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার 'ভিডিয়ো কল'-এ কথা বলছেন।  

9/10

সুদীপ-পৃথা

সুদীপ বলেন, "ছেলেরা সত্যি আমায় ‘সুপারহিরো’ ভাবে। আমার ছবি বা ধারাবাহিক দেখার মতো বয়সে পৌঁছোয়নি ওরা। তবে ওরা ভাবে, বাবা সব পারে।"    

10/10

সুদীপ-পৃথা

বর্তমানে তাঁকে 'চিরসখা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকেও কমলিনী আর স্বতন্ত্রের জীবনের টানাপড়েন দেখছেন দর্শক। তবে সুদীপের জীবনে এখন টানাপোড়েনের আর কোনও জায়গা নেই।