Ditipriya Roy Surgery: অসুস্থ দিতিপ্রিয়া! শটের মাঝেই নাক থেকে রক্ত, পুজো কাটতেই অস্ত্রোপচার অভিনেত্রীর...

Actress Ditipriya Roy: পুজোর পরেই অসুস্থ দিতিপ্রিয়া? বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের কথা জানিয়ে উদ্বেগ বাড়ালেন অভিনেত্রী। কী কারণে হঠাত্‍ অস্ত্রোপচার হল অভিনেত্রীর?

| Oct 08, 2025, 02:38 PM IST
1/7

অসুস্থ দিতিপ্রিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের কথা জানিয়ে উদ্বেগ বাড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোটপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়ার হঠাৎ কী হল, এই খবরে অনেকেই চিন্তিত হয়ে পড়েন।   

2/7

অসুস্থ দিতিপ্রিয়া

কী এমন হল অভিনেত্রীর যে অস্ত্রোপচার করাতে হল? 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের হাত ধরে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে স্বভাবতই চিন্তা বাড়ছে অনুরাগীদের।   

3/7

অসুস্থ দিতিপ্রিয়া

অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান কী হয়েছে তাঁর? দিতিপ্রিয়া লেখেন, "আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। আমি পরে যোগাযোগ করে নেব।" নাকের হাড়ে সমস্যা দেখা গেছে অভিনেত্রীর।   

4/7

অসুস্থ দিতিপ্রিয়া

জানা গেছে, নাকের হাড়ে সমস্যার কারণেই দিতিপ্রিয়ার এই অস্ত্রোপচার। প্রায় দু’বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় তা পিছিয়ে যায়।   

5/7

অসুস্থ দিতিপ্রিয়া

অভিনেত্রীর মা জানিয়েছেন, প্রতিদিন ১৪ ঘণ্টা শুটিং করার ফাঁকে মাঝে মাঝে তাঁর নাক থেকে রক্ত পড়ছিল। এর পরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।  

6/7

অসুস্থ দিতিপ্রিয়া

তবে আশার কথা এই যে, এটি খুব বড় কোনও অস্ত্রোপচার নয়। অভিনেত্রীর মা জানিয়েছেন, "দিতিপ্রিয়া এমনিতে ঠিকই আছেন।"   

7/7

অসুস্থ দিতিপ্রিয়া

বর্তমানে অভিনেত্রী 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অপর্ণার চরিত্রে অভিনয় করছেন জীতু কমলের বিপরীতে। এই মুহূর্তে ধারাবাহিকের টানটান উত্তেজনার মাঝে দিতিপ্রিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন দর্শকরা।