Earthquake: সাতসকালে জোড়া ভূমিকম্প দেশে! ভয়ংকর কম্পনে ঘুম ভাঙল জনসাধারণের, আতঙ্কে...
Delhi Earthquake: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূত রাজধানীতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলিতে। কম্পনের উৎসস্থল দিল্লির কাছেই, ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে।
1/6

2/6

photos
TRENDING NOW
4/6

5/6

দিল্লিবাসীকে শান্ত ও স্থির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বার্তা দেন। তিনি লেখেন, 'দিল্লি ও আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।'
6/6

ভূমিকম্প হওয়ার পর দিল্লিবাসীর অনেকেই ঘরে দুলতে থাকা আসবাবপত্রের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই জানিয়েছেন যে, এই বড়সড় ভূমিকম্প তাঁরা আগে অনুভূত করেনি। উত্তর ভারতের পাশাপাশি বিহারেও আজ সকালে ভূমিকম্প হয় বিহারের সিওয়ান জেলা সহ ১৫০ বর্গমিটার এলাকায় সকাল ৮ টা ২ মিনিটে ভূমিকম্প। রিখটার মাত্রা ৪.০।
photos