কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাতের নিস্তব্ধতায় আচমকাই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কঁচুড়ি তেল পাম্পের কাছে লরি ও টাটা সুমোর সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।
2/6
একইসঙ্গে গুরুতর আহত হয়েছে এক শিশু ও এক মহিলা সহ চার জন। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়
photos
TRENDING NOW
3/6
পুলিস সূত্রে খবর, রাত প্রায় ১টা নাগাদ বেলদার দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিল একটি টাটা সুমো। সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণহীন দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। ধাক্কার তীব্রতায় যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায় টাটা সুমো।
4/6
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গ্যাস কাটার দিয়ে কেটে বার করতে হয় দেহ। আহত হন গাড়ির ভিতরে থাকা এক শিশু ও এক মহিলা সহ চারজন।
5/6
আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। জানা গিয়েছে, গত দুদিন আগে গাড়িটি নন্দীগ্রাম থেকে ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছিল চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। টাটা সুমোর যাত্রীরা সব নন্দীগ্রামের বাসিন্দা বলেও জানা গেছে।
6/6
পুলিস সূত্রে আরও খবর, অত্যাধিক গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। তবে চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিস।