World Most Expensive Jet Of Donald Trump: কাতারের উপহার উড়ন্ত প্রাসাদ, দুনিয়ার সবচেয়ে বিলাসি জেটে চড়বেন ট্রাম্প! যা আছে...

World Most Expensive Jet Of Donald Trump: ওই বিমান নেওয়ার ব্যাপারে আইনি বিষয়গুলি খতিয়ে দেখছে প্রেসিডেন্টের আইন বিশারদরা। এখন ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলে কী হবে ওই বিমানের?

May 12, 2025, 06:57 PM IST
1/10

দুনিয়ার সবচেয়ে দামি জেট

দুনিয়ার সবচেয়ে দামি জেট

দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার মুকুটে উঠছে আরও একটি পালক। সেটি হল তিনি এবার ব্যবহার করবেন দুনিয়ার সবচেয়ে দামি জেট। সেই জেটের ফিচারস জানলে তাজ্জব হতে হয়।  

2/10

কাতারের রাজ পরিবার

কাতারের  রাজ পরিবার

ডোনাল্ড ট্রাম্পকে ওই বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেটটি উপহার দিতে চলেছে কাতারের রাজ পরিবার। এটিকে বলা হচ্ছে উড়ন্ত প্রাসাদ। এমনটাই বলছে এবিসি নিউজ।  

3/10

হোয়াইট হাউসে আলোচনা

হোয়াইট হাউসে আলোচনা

ওই মহামূল্যবান উপহার নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসে।  কারণ মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ব্যবহার করেন এয়ারফোর্স ওয়ান। এটাই সরকারি নিয়ম।

4/10

মার্কিন বায়ুসেনা

মার্কিন বায়ুসেনা

ওই বিলাসবহুল জেটটি তুলে দেওয়া হবে মার্কিন বায়ুসেনার হাতে। প্রেসিডেন্টের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা জেটে প্রয়োজনীয় রদবদল করবে।

5/10

কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ

ওই বিমানটি আসলে তৈরি করা হয়েছিল কাতার এয়ারওয়েজের জন্য়। এই বিমান রয়েছে উপরের তলায় ওঠার সিঁড়ি, মার্বেলে মোড়া বাথরুম, বেডরুম স্যুট, লাউঞ্জ ও বোর্ডরুম। সবেমিলিয়ে এটি আদতেই একটি উড়ন্ত প্রাসাদ।

6/10

বিমানে রদবদল

বিমানে রদবদল

বোয়িং ৭৪৭-৮ বিমানটিকে মডিফাই করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কনট্রাক্টর L3Harris। বিমানটিতে বসানো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, প্রেসিডেন্টের জন্য নিরাপত্তার সরঞ্জাম।

7/10

ট্রাম্প পদ থেকে সরলে কী হবে

ট্রাম্প পদ থেকে সরলে কী হবে

এখন ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলে কী হবে ওই বিমানের? জানা যাচ্ছে ট্রাম্প ক্ষমতা থেকে সরে গেলে ওই বিমানটিকে রাখা হবে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে।

8/10

তুর্কিয়েকেও দেওয়া হয়েছে

তুর্কিয়েকেও দেওয়া হয়েছে

এই প্রথম কাতার কোনও দেশকে বিমান উপহার দিচ্ছে না বরং এর আগে কাতার এমন বিমান দিয়েছে তুরস্ককে।

9/10

আইনি সমস্যা

আইনি সমস্যা

এখন ওই বিমান নেওয়ার ব্যাপারে আইনি বিষয়গুলি খতিয়ে দেখছে প্রেসিডেন্টের আইন বিশারদরা।

10/10

দাম

দাম

বিলাসবহুল এই জাম্বো জেটের দাম ৪০ কোটি ডলার। ট্রাম্প যদি বিমানটি গ্রহণ করেন তাহলে এটিই হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্য দেশের দেওয়া সবচেয়ে দামি উপহার।