Home Image: 
প্রেমিকা নাতাশাকে ফেলে রেখে জ্যাকলিনের সঙ্গে স্কি রাইডিং বরুণের!
Domain: 
Bengali
Home Title: 

প্রেমিকা নাতাশাকে ফেলে রেখে জ্যাকলিনের সঙ্গে স্কি রাইডিং বরুণের!

English Title: 
Varun Dhawan enjoys skiing with Jacqueline Fernandez on new year vacation with Girlfriend Natasha Dalal
Slide Photos: 

কিছুদিন আগে সুইৎজারল্যান্ড ভ্রমণে যাওয়া বিরাট কোহলি-অনুষ্কা শর্মাদের সঙ্গেও দেখা হয়েছিল বরুণ-নাতাশার। সেই ছবিও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। 

তবে অবশ্য শুধু জ্যাকলিনই নয়, বরুণ-নাতাশাকে জ্যাকলিনের বন্ধু-বান্ধবের সঙ্গেও গল্প-গুজব করতে দেখা যায়। 

নাতাশা নয়, বরুণ জ্যাকলিনের সঙ্গেই স্কি রাইডিংও করেন বরুণ। 

জ্যাকলিনের সঙ্গে মিলে সেলফিও তুলতে দেখা যায় বরুণকে। 

তবে বেড়াতে গিয়ে সহকর্মী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দেখা হয়ে যায় বরুণ ধাওয়ানের। 

নাতাশার সঙ্গে সুইৎজারল্যান্ড ভ্রমণের নানান ছবি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বরুণ। 

খ্রিস্টমাসের ছুটিতে প্রেমিকা নাতাশা দালালকে নিয়ে সুইৎজারল্যান্ডে গিয়েছেন বরুণ ধাওয়ান। 

Publish Later: 
No
Publish At: 
Thursday, January 2, 2020 - 21:01
Mobile Title: 
প্রেমিকা নাতাশাকে ফেলে রেখে জ্যাকলিনের সঙ্গে স্কি রাইডিং বরুণের!
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami