দীপাবলিতে বিরাটের নতুন `অবতার`, মাঠের বাইরের পোশাকেও কুল-কোহলি

Suman Majumder Fri, 26 Oct 2018-4:23 pm,

হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরই উত্সবের সপ্তাহ শুরু। দীপাবলি থেকে ভাতৃদ্বিতীয়া। উত্সবের মরশুম। এতদিনে নিশ্চয়ই মনে মনে ঠিক করে ফেলেছেন যে দীপাবলিতে কেমন পোশাক পরবেন? বিরাট কোহলিও কিন্তু পোশাক বেছে ফেলেছেন।

মাঠে থাকলে নীল রংটাই তাঁর কাছে সর্বস্ব। নীল জার্সির মর্যাদা বজায় রাখতেই যত লড়াই। জানেন কি, বিরাট কোহলি এমনিতেও নীল রং ভীষণ পছন্দ করেন। আর তাই দীপাবলির পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও তিনি নীল রঙটাকেই প্রাধান্য দিয়েছেন।

উত্সবের মরশুমে পাশাক বাছাইয়ের ক্ষেত্রে বিরাট প্রথা মেনে চলেন। এক্ষেত্রে তিনি ভারতীয় পোশাক পরার পক্ষপাতি। বিরাট বলছেন, ''ধনতেরাস থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত গোটা উত্সবের মরশুমে ভারতীয় পোশাক পরতেই পছন্দ করি আমি। আসলে দেশী পোশাকেই উত্সবের আসল আমেজটা অনুভব করা যায়। এই সময়টা বন্ধু ও পরিবারের মানুষদর সঙ্গে কাটানোর সেরা সময়।''

একটি পোশাক প্রস্তুতকারক সংস্থার হয়ে ক্যাম্পেন শুরু করেছেন ভারতীয় অধিনায়ক। তাদের জন্যই ফটোশুট করেছেন। সেই ক্যাম্পেন করাকালীন বিরাট জানিয়েছেন, ''আমি উত্সবের সময় রয়্যাল ব্লু রঙের কুর্তা, জ্যাকেট আমরা সেরা পছন্দ। সঙ্গে সোনালী রঙের সুতোর কাজ থাকবে। তা ছাড়া ছোটি দিওয়ালি জ্যাকেট পরতেও ভাল লাগে। এটা একটু অন্যরকম দেখতে জ্যাকেট।''

সমর্থকদের উদ্দেশেও বিরাট কোহলি বার্তা দিয়েছেন। উত্সবের এই মরশুমে সবাইকে ভারতীয় পোশাক পরার কথা বলেছেন তিনি।

এর আগেও বিরাটকে বহুবার ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। ক্রিকেটের বাইরে থাকলে বিরাটকে সাধারণত ক্যাজুয়াল পোশাকে দেখা গেলেও উত্সবের মরশুমে ব্যাপারটা অন্যরকম। 

বিজ্ঞাপনী প্রচারে বিরাটকে ভারতীয় পোশাকে দেখা গিয়েছে একাধিকবার। এবার বিরাটের ক্যাম্পেন-এর নাম-ইন্ডিয়া এথনিক উইক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link