সাত বছর আগের চোট! কী করে অসহ্য যন্ত্রণা সহ্য করেও খেলছেন, জানালেন কোহলি

| Jan 02, 2019, 18:15 PM IST
1/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

সাত বছর আগে লেগেছিল চোট। এখনও সেই জায়গায় মাঝে-মধ্যেই অসহ্য ব্যথা শুরু হয়। বিরাট কোহলি তার পরও খেলে চলেন। যন্ত্রণা সহ্য করে। 

2/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

সিডনি টেস্টে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতয়ী অধিনায়ক। সেখানেই পিঠের চোটের কথা জানান। বলেন, ''পিঠের এই চোটটা ২০১১ তে লেগেছিল। তার পর থেকে মাঝেমাঝেই ব্যথা হয়। এটা আমার কাছে আর নতুন কিছু নয়।''

3/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

ব্যথা নিয়ে খেলে যান কী করে! বিরাট বলছিলেন, ''সঠিক ফিজিক্যাল ট্রেনিং-এর জন্য এথনও ব্যথা নিয়ন্ত্রণে রয়েছে। এত বছর ধরে পিঠের এই চোটটার জন্য আমাকে আলাদা ট্রেনিং করতে হয়েছে।''

4/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন বিরাট। ৮২ রানে আউট হয়েছিলেন তিনি। তবে ইনিংসের মাঝে একাধিকবার ব্যথায় কাবু হন। 

5/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

পিঠে এত বড় চোটের ব্যথা নিয়েও তিনি ২০১৮-তে সর্বোচ্চ স্কোরার। কী করে পারেন? বিরাটের উত্তর, ''এটা নিয়ে আমাকে চলতে হবে। ভবিষ্যতে এই চোটের ব্যথার কবল থেকে বেরিয়ে আসার হয়তো কোনও রাস্তা পাব। কিন্তু একেবারে চোটহীন থেকে খেলা চালিয়ে যাওয়ার কারও পক্ষেই সম্ভব নয়। আমি শুধু সঠিক ফিজিক্যাল ট্রেনিং করি। চেষ্টা করি ব্যথা যেন আমাকে আটকে না দেয়।''

6/6

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

২০১১ থেকে পিঠে চোট, ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট

এর আগে ইংল্যান্ড সফরের সময়ও পিঠের ব্যথার জন্য মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলে্ন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি সিরিজি পিঠের ব্যথা একাধিকবার কোহলিকে অস্বস্তিতে ফেলছে।