Sabooj Sathi: পড়েছে মরচে, ঢেকেছে ধুলোয়! শয়ে শয়ে নষ্ট হচ্ছে 'সবুজ সাথী'র সাইকেল...
Purulia: ২০১৫ সালে তৃণমূল সরকার চালু করেছিল 'সবুজ সাথী' প্রকল্প। পড়ুয়াদের জন্য বরাদ্দ শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে।
1/6

photos
TRENDING NOW
3/6

4/6

5/6

অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি বলেন, 'সবুজ সাথী প্রকল্পে রাজ্যের পড়ুয়ারা আজ লাভবান হয়েছে। এই প্রকল্প রাজ্যে স্বার্থক হয়েছে। সাইকেল জমা থাকার ক্ষেত্রে বর্ধিত হারে সাইকেল বেড়ে যাওয়া বা অনেকের নামে সাইকেল বরাদ্দ হওয়ার পরেও সাইকেল না নেওয়া, এইসমস্ত কারণে বর্ধিত সাইকেল সেখানে জমা থাকতে পারে। এখানে রাজনীতির কোনও প্রশ্নই নেই।'
6/6

photos