Rain in Kolkata: ভারী বৃষ্টিতে বিপত্তি শহরে, রাসবিহারী এভেনিউতে অশ্বত্থ গাছ ভেঙে বন্ধ হল যান চলাচল

Wed, 28 Jun 2023-11:43 am,

সকাল পৌনে ১০টা নাগাদ হঠাৎ রাসবিহারি এভিনিউতে বিকট শব্দ করে হুড়মুড়িয়ে গোড়া থেকে উপড়ে রাস্তার ওপর ভেঙে পড়ে সুবিশাল এক অশ্বত্থ গাছ। এমনকি রাস্তার মাঝে ডিভাইডার লোহার রেলিং ভেঙে গাছের ওপরের অংশ গিয়ে পড়ে অপর প্রান্তে প্রিয়া সিনেমা হলের সামনে। মিনিট ১৫ দুদিকের রাস্তাই বন্ধ হয়ে যায়। তবে পুলিস ও পুরসভা উদ্যান বিভাগের কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট গামী লেন চালু করা যায়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

এদিকে, যে দিকটায় গাছের মূল অংশ ভেঙে পড়ে ছিল, সেই দিকের অর্থাৎ গড়িয়াহাট থেকে লেক মার্কেটে আসার দিকের লেনে গাছ সরাতে বিস্তর কাঠখড় পোহাতে হয়। এতবড় গাছ একবারে সরানোর মতো ভারী ক্রেন পুলিস, পুরসভা বা দমকলের কাছে না থাকায় গাছ কেটে ছোট ছোট অংশে ভাগ করার কাজ শুরু হয়। এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণ বন্ধ রাখা হয় ব্যাস্ত রাসবিহারী এভেনিউর একটা বড় অংশ। অসুবিধায় পড়েন তীর্থপতি  ইন্সটিটিউট স্কুল কতৃপক্ষও। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

মেয়র পারিষদ(উদ্যান) দেবাশিস কুমার বলেন, শহরে আর ৮ ফুটের বেশি উঁচু গাছ লাগানো হবে না। আগে যা লাগানো হয়েছে, তা কাটা হয়নি পরিবেশের কথা মাথায় রেখে। তাই মাঝে মাঝেই এই ধরনের বিপত্তি ঘটে। ভবিষ্যতে বুস অর্থাৎ ঝোপ জাতীয় ছোট গাছ লাগানোর দিকে জোর দেবে কলকাতা পুরসভা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

এদিকে সকাল থেকে হওয়া বৃষ্টিতে শহরের বহু রাস্তায় হাঁটুজল দাঁড়িয়ে যায়। উত্তর কলকাতার গিরিশ এভেনিউ, হাতিবাগান, ঠনঠনিয়া ও মুক্তারাম বাবু স্ট্রিট জল জমে য়ায়। অসুবিধেয় পড়ে য়ান পথচলতি মানুষজন ও যানবাহন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

জল জমে যায় মধ্য কলতাতার কলেজ রো,সেন্ট্রাল এভেনিউ, মহাত্মা গান্ধী রোড, রফি আহমেদ কিদওয়াই। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

দক্ষিণ কলকাতার হেস্টিংস স্ট্যান্ড রো, ক্যাসুরিনা, প্রনবানন্দ সরণী, লেক এভেনিউ, শরত্ বসু রোড , সাউদার্ণ এভেনিউ, চারু মার্কেট, বেহালা চণ্ডীতলায় বহু রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়েন পথচারীরা।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link