WB Police Constable 2021 Exam: কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট? জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: পুলিস কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় (WB Police Constable Recruitment Exam) প্রার্থীদের অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পুলিস রিক্র্যুটমেন্ট বোর্ড। সোমবার ৬ই সেপ্টেম্বর রাজ্য পুলিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড (Download) করা যাবে অ্যাডমিট। wbpolice.gov.in এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিসে (West Bengal Police) একগুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কনস্টেবল পদে নিয়োগ করা হবে মহিলাদেরও। প্রিলিমিনারি পরীক্ষার (Preliminary) পর মেইনস (Mains) ও তারপর ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট (PET), এই তিন ধাপে নিয়োগের পরীক্ষা হবে।
ওয়েস্ট বেঙ্গল পুলিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর, রবিবার। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত হবে পরীক্ষা। করোনা পরিস্থিতিতে সবটাই অনলাইনে করা হচ্ছে। কীভাবে ডাউনলোড করবেন ই-অ্য়াডমিট? জেনে নিন ধাপ।
wbpolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে ‘Download e-Admit Cards for WB Police’ লিঙ্কে ক্লিক করতে হবে। রিক্র্যুটমেন্ট তালিকায় 'Constable / Lady Link' এ যেতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করলে স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। ডাউনলোড করে অব্যই প্রিন্ট বের করে রাখতে হবে।
অ্যাডমিট কার্ডের জন্যে সমস্ত পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পাঠানো হবে। আবেদনকারীরা রেজিস্টার্ড নম্বরেই এসএমএএস পাবেন। তবে সব আপডেটের জন্য রাজ্য পুলিসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতেই বলা হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাতে লেখা নিয়মাবলী অবশ্যই পড়ে নিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। সামান্য বেনিয়মেও পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে বোর্ড।