নজিরবিহীন! বাংলায় সাত দফায় হতে চলেছে লোকসভার ভোট

Mar 10, 2019, 17:50 PM IST
1/7

সাত দফায় ভোটগ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণ ১১ এপ্রিল। ভোটগণনা ২৩ মে। আর রাজ্যে সাত দফায় হতে চলেছে ভোট।  

2/7

এক দফা ভোট

এক দফায় ভোট হচ্ছে- অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর, দমন ও দিউ, দাদরা ও নগরহাভেলি, চণ্ডীগড়।   

3/7

দু দফায় ভোট

দু'দফায় ভোট হচ্ছে- কর্ণাটক, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা। 

4/7

তিন দফায় ভোট

তিন দফায় ভোট হচ্ছে- অসম ও ছত্তীসগঢ়। 

5/7

চার দফায় ভোট

চার দফায় ভোট হচ্ছে- ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ওডিশা। 

6/7

পাঁচ দফায় ভোট

পাঁচ দফায় ভোট হচ্ছে- জম্মু-কাশ্মীর  

7/7

সাত দফায় ভোট

সাত দফায় ভোট হচ্ছে- বিহার, উত্তরপ্রদেশ ও  পশ্চিমবঙ্গ।