Mumbai-Howrah Train Accident Updates: মঙ্গলবার দুর্ঘটনার আগে ঘটেছিল অবিশ্বাস্য ঘটনা! মালগাড়িটির চাকা...

Mumbai-Howrah Train Accident Updates: ১৮টি বগি লাইনচ্যুত হয়েছিল মুম্বই মেলের। কীভাবে ঘটল এরকম দুর্ঘটনা? 'জি ২৪ ঘণ্টা'র অন্তর্তদন্তে ধরা পড়ল সেই ছবি। কেন বারবার এরকম ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে? কার গাফিলতিতে?

| Jul 31, 2024, 13:28 PM IST

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: হাওড়া-মুম্বই সিএসএমটি (১২৮১০) মুম্বই মেল দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়খণ্ডের রাজখোরাসান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে মঙ্গলবার ভোরবেলা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছিল। কীভাবে ঘটল এরকম দুর্ঘটনা? 'জি ২৪ ঘণ্টা'র অন্তর্তদন্তে ধরা পড়ল সেই ছবি।

1/6

লাইন থেকে স্লিপারে

জানা গিয়েছে, বড়া বাম্বু স্টেশন ছাড়ার ১০০ মিটার পরেই মালগাড়ির একটি বা দুটি ওয়াগনের চাকা লাইন থেকে নেমে স্লিপারে চলে এসেছিল।

2/6

ভাঙতে-ভাঙতে

এবং তার পরে স্লিপার ভাঙতে-ভাঙতে মালগাড়ি সামনের দিকে এগিয়ে যায়।

3/6

সাক্ষ্য ছবিই

মালগাড়ির চাকা যে স্লিপারের উপর দিয়ে গিয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে স্লিপার ভাঙার যে ছবি 'জি ২৪ ঘণ্টা'র কাছে ধরা পড়েছে সেখানে।

4/6

টানতে-টানতে ১ কিমি

মালগাড়ির চাকা স্লিপারের উপরে নেমে যাওয়ার প্রায় এক কিলোমিটার পর পর্যন্ত মালগাড়িটিকে সেই ভাবেই টেনে নিয়ে যাওয়া হয়!

5/6

উল্টে যায় ওয়াগন​

তারপরে ওই লাইনচ্যুত চাকা যে ওয়াগানগুলির ছিল সেই ওয়াগান দুটি পুরোপুরি পাল্টি খেয়ে যায়।

6/6

মেল-মালগাড়ি ধাক্কা

এবং গিয়ে পড়ে পাশের আপ লাইনে, আর সেখানে তখন ছুটে আসছিল মুম্বাই মেল!