একটি অধ্যায়ের অবসান! চলে গেলেন বিশ্বের সব থেকে বয়স্ক মানুষ

Fri, 29 May 2020-2:26 pm,

চলে গেলেন বিশ্বের সব থেকে বয়স্ক মানুষ বব ওয়েইটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর ৫৯ দিন।

বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন বব। জানিয়েছে তাঁর পরিবারের লোকজন। ব্রিটেনের ববকে বিশ্বের সব থেকে বয়স্ক মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

সাত—ভাই বোনের মধ্যে বব ছিলেন সপ্তম। কর্মজীবনে কাজ করেছেন তাইওয়ান, জাপান ও কানাডায়। ববের তিন ছেলে। ১০ জন নাতি—নাতনি।

১৯০৮ সালের ২৯শে মার্চ ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেছিলেন বব। জাপানের চিতেসু ওয়াতানাবে (১১২ বছর ২৬৬ দিন) ছিলেন পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষ। কিন্তু তিনি মারা যাওয়ার পর সব থেকে বয়স্ক হিসাবে বেঁচে ছিলেন বব।

এর আগে দক্ষিণ আফ্রিকার ফ্রেদি ব্লোম দাবি করেছিলেন, তিনি ১১৬তম জন্মদিন পালন করেছেন। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ স্বাকৃতি দেয়নি তাঁকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link