একেই বলে ‘ট্রু ব্লাইন্ড লাভ’...

Nov 15, 2018, 19:48 PM IST
1/7

অন্ধ ভালবাসা

Blind_1

সত্যিই করে ‘ব্লাইন্ড লাভ’ হয়ত একেই বলে। চোখে না দেখে ভালবেসে ফেলা...শুধুই মন দিয়ে...স্পর্শ করে। Picture Courtsey: Nasif Imtiaz

2/7

অন্ধ ভালবাসা

Blind_2

রফিকুল আর নাসরিনের প্রেম যে কোনও রোম্যান্টিক সিনেমাকেও হার মানায়। কে এই যুগল? Picture Courtsey: Nasif Imtiaz

3/7

অন্ধ ভালবাসা

Blind_3

 ২৩ বছরের রফিকুল ইসলাম এক বছর বয়সে ভুল চিকিত্সায় চোখ দুটি হারান। টাইফায়ডে আক্রান্ত হন। Picture Courtsey: Nasif Imtiaz

4/7

অন্ধ ভালবাসা

Blind_4

কীভাবে প্রেমে পড়লেন তাঁরা? রফিক বলেন, “আট বার তাকে প্রোপোজ করেছি। নয় বারের মাথায় আমার অনুরোধ ফেলতে পারেনি নাসরিন।” তাঁর অভিযোগ ভুল চিকিত্সায় দৃষ্টিশক্তি হারায়। নাসরিন যদিও জন্ম থেকেই এই পৃথিবীর আলো দেখেননি। Picture Courtsey: Nasif Imtiaz

5/7

অন্ধ ভালবাসা

Blind_5

ভালবাসার কথা বলতে গিয়ে রফিক তাঁর অনুভব শেয়ার করেন। তিনি বলেন, “সবই তো সুন্দর চোখে দেখে তার পর ভালবাসে। কিন্তু নাসরিন আর আম পরস্পরকে কোনওদিন দেখেনি। আমাদের মুখদর্শন বা উচ্চতার কোনও দাম নেই। অন্তরের ভালবাসাই শেষ কথা।” Picture Courtsey: Nasif Imtiaz

6/7

অন্ধ ভালবাসা

Blind_6

রফিকের কথা রেশ শেষ হতে না হতেই নাসরিন বলেন, “হ্যাঁ, ও আমাকে অনেক বার প্রেমের প্রস্তাব দিয়েছে। প্রত্যাখ্যান করেছি। কিন্তু শেষে বুঝলাম আমিও কখন তাঁর প্রেমে পড়ে গিয়েছি। Picture Courtsey: Nasif Imtiaz  

7/7

অন্ধ ভালবাসা

Blind_7

রফিকের মতো এমন পাগল এর আগে দেখেনি। আমরা সত্যিই ভাল বন্ধু।” কীভাবে তাঁদের সংসার চলে? দুই জনেই উচ্চশিক্ষিত। রফিক বলেন, একটা ভাল কাজ পেলে আমাদের জীবনটা দাঁড়িয়ে যাবে। নাসরিন বুদ্ধিমতি মেয়ে। দারুণ রান্না করে। ওকে পেয়ে আমার জীবন বদলে গিয়েছে। Picture Courtsey: Nasif Imtiaz