ফিরল জিকা আতঙ্ক, জয়পুরে ৫০ জনের দেহ মিলল ভয়ঙ্কর এই ভাইরাস

Oct 13, 2018, 13:34 PM IST
1/6

s 6

s 6

জিকা ভাইরাসের আতঙ্ক ফিরল দেশে। জয়পুরে ভয়ঙ্কর এই ভাইরাসের অস্তিত্ব মিলল ৫০ জনের দেহে। ভাইরোলজিস্টরা বলছেন, এক সপ্তাহের মধ্যে মশার প্রজনন বন্ধ করা সম্ভব নয়। তাই আশঙ্কা থেকেই যাচ্ছে। খবর হিন্দুস্থান টাইমস সূত্রে।

2/6

S 5

S 5

আগামী ১ সপ্তাহের মধ্যে আরও সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া যেতে পারে। আক্রান্তদের মধ্যে ১১ জন গর্ভবতী মহিলা।

3/6

S 4

S 4

বিশেষ শহরেই এই ভাইরাসের সক্রিয়তা বেশি। গর্ভবতী মহিলাদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ হলে শিশুর মাথা দেহের তুলনায় অনেকটাই ছোট হয়। মস্তিস্কের বাডবাড়ন্তও কম হয়ে থাকে।

4/6

S 3

S 3

জয়পুরে জিকা ভাইরাসের প্রথম কেসটি ধরা পড়ে ২১ সেপ্টেম্বর। জয়পুরের শাস্ত্রীনগরে ৮৫ বছরের এক মহিলার দেহে জিকা ভাইরাস পাওয়া যায়।

5/6

S 2

S 2

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এর ডিরক্টর দীলিক মাভলেঙ্কর জানিয়েছেন, সংক্রমণ রুখতে শুধুমাত্র মশা মারাই প্রধান রাস্তা নয় বরং জনবহুল জায়গায় নজরদারি বাড়ানো উচিত।

6/6

s 1

s 1

দুনিয়ার ৮৬টি দেশে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। জিকার সংক্রমণ সবচেয়ে বড় আকার ধারণ করেছিল ২০১৫ সালে ব্রাজিলে। ভারতে এই ভাইরাস প্রথম মেলে গুজরাটে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।