What is #269 In Virat Kohli Test Retirement Post: আজ অস্তাচলে বিরাট রাজা, কেন সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং #269!

#269 In Virat Kohli Test Retirement Post: বিরাট কোহলির অবসরের পরেই, কেন সোশ্যাল মিডিয়ায় #২৬৯ ট্রেন্ড করছে...

শুভপম সাহা | Updated By: May 12, 2025, 01:58 PM IST
What is #269 In Virat Kohli Test Retirement Post: আজ অস্তাচলে বিরাট রাজা, কেন সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং #269!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুনে ভারত যাবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে (India tour of England 2025)। আর ঠিক তার আগেই প্রায় একইসঙ্গে জাতীয় দলের দুই মহীরূহ, লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন। গত ৭ মে রোহিত শর্মা (Rohit Sharma Test Retirement) টেস্টকে আলবিদা বলেছিলেন। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলিও সেই একই কথা বললেন (Virat Kohli Test Retirement)। বিসিসিআইকে যখন (BCCI) বিরাট তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন। তখন বিরাটের কাছে বোর্ড অনুরোধ করেছিল ইংল্যান্ড সিরিজ খেলার। তবে বিরাট অনড় রইলেন নিজের সিদ্ধান্তে। সোম সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন যে, '১৪ বছরের যাত্রাপালা এবার শেষ'। 

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, আইপিএলের মাঝেই চরম সিদ্ধান্ত রোহিতের, বুক ভেঙে গেল ভক্তদের...

ইনস্টায় কোহলি

'টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার ১৪ বছর হয়ে গিয়েছে। সত্যি বলতে, আমি কখনও কল্পনাও করিনি যে, এই ফর্ম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে। আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন সঙ্গে নিয়ে চলব। সাদা পোশাকে খেলার সঙ্গে গভীর ভাবে ব্যক্তিগত কিছু বিষয় আছে। শান্ত খেলা, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত, যা কেউ দেখে না। কিন্তু চিরকাল সঙ্গে থেকে যায়। এই ফর্ম্যাট থেকে সরে আসা সহজ নয়। তবে সঠিক বলে মনে হয়েছে। টেস্টকে আমার যা কিছু ছিল তা দিয়েছি এবং টেস্ট আমাকে, আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ। হৃদয় ভরে গিয়েছে। এই অনুভূতি নিয়েই চলে যাচ্ছি। খেলার সময়ে যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি, সেই প্রতিটি ব্যক্তির জন্য যাঁরা আমার পথপ্রদর্শকের মতো কাজ করেছেন। আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই ফিরে তাকাব। #২৬৯ সাইনিং অফ।'
 
কেন ট্রেন্ডিং  #২৬৯?

এখন অনেকেরই প্রশ্ন যে, কোহলি অবসর নেওয়ার পর কেন সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং #269? কোহলির অফিসিয়াল টেস্ট ক্যাপের নম্বর ছিল ২৬৯। ২০১১ সালের জুন মাসে, কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন কোহলি। তিনি ভারতের ২৬৯তম টেস্ট প্রতিনিধিত্বকারী ছিলেন। অবসরের পোস্টে কোহলি নিজেই এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তারপরেই শুরু হয় ট্রেন্ডিং। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটার হিসেবে যে উত্তরাধিকার রেখে গেলেন, এই যাত্রাকেই তিনি সম্মান জানালেন। টেস্ট ক্রিকেটে প্রতিটি খেলোয়াড় একটি অনন্য ক্যাপ নম্বর পান, যা অভিষেকের কালানুক্রমিক ক্রমে তাদের জুড়ে দেয়। কোহলির ক্ষেত্রে তা #২৬৯। লালা অমরনাথ (#১) থেকে শুরু হয়ে ২০২৫ সালের নতুন টেস্ট অভিষেককারী রয়েছেন। ২৬৯-এর প্রতি কোহলির বিরাট শ্রদ্ধা, তাঁর বিদায়ী পোস্টকে ব্যক্তিগত এবং ঐতিহাসিক করে দিল। ভক্তদের তিনি মনে করিয়ে দিলেন যে, টেস্ট ক্রিকেট এবং দেশের হয়ে খেলার সম্মান তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। #২৬৯ আজীবন কোহলির ইতিহাস বহন করবে।
 
কোহলির টেস্ট কেরিয়ার

১২৩ টেস্ট খেলে থামলেন বিরাট। ৯২৩০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩০ টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বাধিক ২৫৪ রানের অপরাজিত ইনিংস রয়েছে বিরাটের। কোহলির গড় ৪৬.৮৫।

আরও পড়ুন: এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিরল নজির, একইদিনে অলরাউন্ড মাইলস্টোন এই বাংলাদেশির!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.