নিজস্ব প্রতিনিধি : ২২ মাস বয়স তাঁর। ওজন ৯২০ কেজি। নামটা আবার এমবাপে। সব মিলিয়ে বেশ গোলমেলে ব্যাপার। তবে ব্যাপারটা যতই গোলমেলে হোক না কেন, বিরাটাকার এমবাপে কিন্তু নিছকই অবলা এক প্রাণী। তাতে কোনও গোলমাল নেই। আর্জেন্টিনায় আয়োজিত ১৩২তম কৃষি ও শিল্প মেলায় এই এমবাপে কিন্তু প্রধান আকর্ষণ হয়ে দাঁড়াল। তাঁকে ঘিরে উত্সাহের শেষ নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ২৪ ঘণ্টার মধ্যেই জুভেন্তাসকে অর্ধেক টাকা ‘ফেরালেন’ রোনাল্ডো!


রাশিয়া বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন ১৯ বছরের ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে এই কমবয়সী ফুটবলারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেই কিলিয়ান এমবাপের জনপ্রিয়তা এখন ফ্রান্স ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়েছে। ক্লাব ফুটবলের পর দেশের ফুটবলেও এমবাপের পায়ের জাদু দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। আর তাই লিওনেল মেসি, আগুয়েরো, ডি মারিয়ার মতো তারকাদের ছেড়ে আর্জেন্টিনার মানুষ মেতেছেন এমবাপেকে নিয়ে। 



৯২০ কেজি ওজনের ষাঁড়ের নাম এমবাপে রাখার পিছনে আহামরি কোনও যুক্তি নেই। আর্জেন্টিনার কিউরেকো খামারে জন্ম নিয়েছিল এমবাপে। লুসিয়ানো ট্রাপ্পা নামের এক ভদ্রলোক ছোট থেকে তার দেখাশোনা করেন। সেই লুসিয়ানো বলছেন, ''ওর এত বড় আকার সত্যি অস্বাভাবিক। এরকম বিশালাকার ষাঁড় সচরাচর দেখা যায় না। তবে এমবাপের এমন আকার হওয়ার পিছনে ওর পূর্বপুরুষদের জিনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ও আসলে হাইকোয়ালিটি ব্রিড। গোটা আর্জেন্টিনায় খুঁজলেও হয়তো এমবাপের মতো এত বড় আকারের ষাঁড় পাওয়া যাবে না। আমরা ওকে কৃষি ও শিল্প মেলার উদ্বোধনের দিন সবার সামনে এনেছিলাম। মুহূর্তের মধ্যে ওকে নিয়ে মানুষের কৌতুহল বেড়ে গেল। বিশ্বকাপে দারুন পারফর্ম করা এমবাপের মতো আমাদের এই এমবাপেও এখন খুব জনপ্রিয়।''


আরও পড়ুন-  এবার ফুটবল মাতাতেও তৈরি বিশ্বের দ্রুততম পুরুষ


কিন্তু এমবাপে নামটাই হঠাত্ কেন? লুসিয়ানো বলছিলেন, ''বিশ্বকাপজয়ী দলের সেরা তারকাকে আমরা কুর্ণিশ জানাতে চেয়েছিলাম। এমবাপের এই নামের পিছনে কোনও যুক্তি নেই। তবে ফুটবল ও বিশ্বকাপের প্রতি আমাদের প্রবল আকর্ষণ বোঝাতে এই উদ্যোগ।''