Bhaichung Bhutia vs AIFF: 'এসো ভোটের ময়দানে খেলব...' বাইচুংকে ওপেন চ্যালেঞ্জ কল্যাণের!

Bhaichung Bhutia vs AIFF:  'আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার আছে।  AIFF-ক এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাইচুং-ও নিজের মতামত জানাতে পারেন। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ দিতে পারেন'।

তনুময় ঘোষাল | Updated By: Jun 20, 2025, 10:36 PM IST
Bhaichung Bhutia vs AIFF: 'এসো ভোটের ময়দানে খেলব...' বাইচুংকে ওপেন চ্যালেঞ্জ কল্যাণের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ভারতীয় ফুটবলে ডামাডোল। বিস্ফোরক বাইচুং ভুটিয়া। এবার পাল্টা দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। বললেন, '২০২২ সালে সেপ্টেম্বরে ভোটে হারের পর থেকে লাগাতার ও ইচ্ছাকৃতভাবে ভিত্তিহীন অভিযোগ করছেন বাইচুং। তাঁর এই আচরণ শুধুমাত্র ফেডারেশনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে না, আন্তজার্তিক মঞ্চে ভারতীয় ফুটবল নিয়েও নেতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে'।

আরও পড়ুন:  Yashasvi Jaiswal: যশস্বীইইই... রেকর্ড করে ঐতিহাসিক সেঞ্চুরিতে ঝলসালেন, লিডসে ড্রাইভারের সিটে ভারত...

কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফেডারশন সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছিলেন বাইচুং। AIFF-এর অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিলেন প্রেসিডেন্ট কল্যাণ। বিবৃতিতে উল্লেখ, 'আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার আছে।  AIFF-ক এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাইচুং-ও নিজের মতামত জানাতে পারেন। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ দিতে পারেন'।

আগামী ২ জুলাই  অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য় বাইচুং-কে আমন্ত্রণ জানিয়েছেন AIIF প্রেসিডেন্ট। বিবৃতিতে উল্লেখ, '১১ জুনকে ওনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে AIFF-র সচিবালয়। বৈঠকে এসে  গঠনমূলক পরামর্শ দিন। ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে সেই পরামর্শ নিয়ে স্বচ্ছতার সঙ্গে আলোচনা হবে'। 

আরও পড়ুন:  Shah Rukh Khan: এ কী করলেন শাহরুখ! নাইট রাইডার্সে সই করালেন ২ পাকিস্তানিকে? পহেলগাঁও কাণ্ডের পরেও...

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের কাছে হেরে গিয়েছে ভারত। আজ, শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে করে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে রীতিমতো তুলোধনা করে বাইচুং। এমনকী, কল্যাণ আদৌ কোনও দিন ভারতীয় দলের খেলেছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।

বাইচুং বলেন, 'আমি ১৯৯৯ সাল থেকে ভারতের অধিনায়ক ছিলাম। অবসর নিয়েছি ২০১১ সালে। কিন্তু বিশ্বাস করুন, আমার নেতৃত্বে কোনওদিন কল্যাণ চৌবে খেলেনি। হ্যাঁ, হয়তো দুয়েকটা সফরে গিয়েছিল। কিন্তু সেখানে তৃতীয় পছন্দ ছিল। আর এখন সব জায়গায় ও মিথ্যা বলে যাচ্ছে যে, জাতীয় দলে খেলেছে। ও খেলার সময়ও খেলার থেকে বেশি রাজনীতিই করত'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.