এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ সিরিজের সূচি ঘোষণা করল আইসিসি

এই সিরিজের একটি ম্যাচ প্রথমে হাওয়ার কথা ছিল মোতেরায় নব নির্মিত স্টেডিয়ামে। কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় গুজরাটের এই স্টেডিয়াম এ ম্যাচ করা সম্ভব হচ্ছে না

Reported By: সুখেন্দু সরকার | Updated By: Feb 15, 2020, 04:53 PM IST
এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ সিরিজের সূচি ঘোষণা করল আইসিসি
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ সিরিজের দুই ম্যাচের সূচি ঘোষণা করল আইসিসি। খেলা হবে বাংলাদেশের শের ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ১৮ এবং ২১ মার্চ। এবছর বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী, সেই উপলক্ষ্যে এই বিশেষ সিরিজের আয়োজন। 
 
এই সিরিজের একটি ম্যাচ প্রথমে হাওয়ার কথা ছিল মোতেরায় নব নির্মিত স্টেডিয়ামে। কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় গুজরাটের এই স্টেডিয়াম এ ম্যাচ করা সম্ভব হচ্ছে না। 
 
 
যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ আর এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ প্রথম ম্যাচ একই দিনে, অর্থাৎ ১৮ মার্চ। ওই দিন ইডেন গার্ডেন্সে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে এশিয়া একাদশ এর জন্য পাঁচ ক্রিকেটার কে ছাড়া হবে বলে আগেই জানিয়েছিল বিসিসিআই।
.