PSL 2025: পাকিস্তানে প্রাণসংশয় অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটারের! অল্পের জন্য....

PSL 2025: যুদ্ধের আবহে স্থগিত হয়ে দিয়েছে পাকিস্তান সুপার লিগ(PSL)। বিদেশী ক্রিকেটার এখন নিজেদের দেশে ফেরার অপেক্ষায়। তারমধ্যে ঘটল বিপত্তি।

তনুময় ঘোষাল | Updated By: May 11, 2025, 11:53 PM IST
PSL 2025: পাকিস্তানে প্রাণসংশয় অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটারের! অল্পের জন্য....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘাতে প্রাণ সংশয়ে বিদেশি ক্রিকেটাররা!‌ পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে বরাতজোরে মিসাইল হামলা থেকে রক্ষা পেলেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার। শন অ্যাবট, বেন ডওয়ারশুইস, অ্যাশটন টার্নার এবং মিচেল ওয়েন।

আরও পড়ুন:  Virat Kohli retire: ভারতীয় ক্রিকেটে ফের ইন্দ্রপতন? লাল বলের 'বিরাট-রাজত্ব' থেকে সন্ন্যাস নেবেন কোহলিও?

আপাতত সংঘর্ষবিরতি চলছে। অপারেশন সিদুঁরের পর ভারতে পাল্টা আঘাত হেনেছিল পাকিস্তান। কবে? বৃহস্পতিবার রাতে। এরপর শুক্রবার সন্ধ্যা নামে ভারতের আকাশসীমা ঢুকে পড়ে পাক ড্রোন। পাল্টা জবাব দেয় বায়ুসেনাও।

এদিকে যুদ্ধের আবহে স্থগিত হয়ে দিয়েছে পাকিস্তান সুপার লিগ(PSL)। বিদেশী ক্রিকেটার এখন নিজেদের দেশে ফেরার অপেক্ষায়। তাঁদের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের দাবি, শনিবার সকালে রওয়ালপিন্ডির কাছেই নূর খান এয়ারবেস মিসাইল হামলা চালায় ভারত। এই এয়ারবেসেই ছিলেন অস্ট্রেলিয়ার  শন অ্যাবট, বেন ডওয়ারশুইস, অ্যাশটন টার্নার এবং মিচেল ওয়েন। সঙ্গে  ফ্রাঞ্চাইজি আধিকারিক আধিকারিক ও সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিরাও। মিসাইল হামলার মাত্র ৩ ঘণ্টা আগে ওই এয়ারবেস  থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার আগেই দেশে ফিরে গিয়েছিলেন।  তিনি জানিয়েছেন, 'শন এবং বেন এখন দুবাইয়ে নিরাপদে আছেন। তাঁরা সিডনির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন এবং হোটেলে বিশ্রাম নিচ্ছেন'।

আরও পড়ুন:  Asia Cup 2025: বাতিলের পথে এশিয়া কাপ, ভারতের বাংলাদেশ সফর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.