Tokyo Olympics 2020: অপ্রতিরোধ্য Sindhu, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ব্যাডমিন্টন তারকা
মাত্র ৪০ মিনিটে হারালেন জেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-তে জয়ের ধারা বজায় রাখলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধ (PV Sindhu)। ওমেনস সিঙ্গেলসের রাউন্ড অফ সিক্সটিনে ডেনমার্কের প্রতিপক্ষ Mia Blichfeldt-কে হেলায় হারালেন তিনি। মাত্র ৪০ মিনিটে খেলার ফল ২১-১৫, ২১-১৩। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী এই টেনিস তারকা।
প্রথম ম্যাচে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু স্ট্রেট সেটে জিতে অভিযান শুরু করেছিলেন। তারপর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে হংকঙের চিউং ই-কে হারিয়েছিলেন তিনি। খেলার ফলাফল ছিল ২১-৯, ২১-১৬। ম্যাচ জুড়ে নিজেকে আনফোর্সড এরর থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন সিন্ধু। অন্যবারের তুলনায় জাম্প স্ম্যাশ(Jump Smash) বেশি ব্যবহার করেছিলেন ভারতীয় তারকা।