নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলকে আইএসএলে পরামর্শদাতা হিসাবে কাজ করতে তৈরি ফুটবল আইকন বাইচুং ভুটিয়া। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইতিমধ্যেই আইএসএল খেলা নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। ফলে পরের মরসুমে যে করে হোক দেশের সেরা লিগে খেলতেই হবে লাল-হলুদকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি মরসুমের শেষে বিনিযোগকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া ভাঙছে শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের। এই অবস্থায় নতুন বিনিযোগকারী বা স্পনসর খুঁজে আইএসএলে খেলা নিশ্চিত করতে হবে লাল-হলুদকে। হাতে সময় কম। এই অবস্থায় লাল-হলুদকে সাহায্য করতে প্রস্তুত বাইচুং। কয়েকদিন আগে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে পাহাড়ি বিছের। দিন-রাত এক করে লাল-হলুদকে আইএসএলে খেলার জন্য স্পনসর খুঁজছেন কর্তারা। বেশ কয়েকটা সংস্থার সঙ্গে কথাও হয়েছে তাদের।


মনে করা হচ্ছে, মার্চের মাঝামাঝি একটা পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে। লাল-হলুদের জন্য অপেক্ষা করতে চায় FSDL-ও। প্রয়োজনে নতুন দল নেওয়ার ডেডলাইনও পিছোতে পারে তারা। কেন না মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলকে পেয়ে গেলে কেল্লা ফতে আইএসএল আয়োজকদের। 


আরও পড়ুন- সেমি ফাইনালে ফর্মে ফিরতে নেটে ঘাম ঝরাচ্ছেন বাংলা অধিনায়ক