Team India News: আইপিএলের মাঝেই বিগ ব্রেকিং; ৩ নক্ষত্রের ভবিষ্যৎ নির্ধারণ বোর্ডের, অবসর নিলেন তিনি!

Team India News: আইপিএলের ভরা বাজারেই চলে এল ভারতীয় ক্রিকেটে বিগ ব্রেকিং খবর! 

Updated By: Mar 27, 2025, 06:18 PM IST
Team India News: আইপিএলের মাঝেই বিগ ব্রেকিং; ৩ নক্ষত্রের ভবিষ্যৎ নির্ধারণ বোর্ডের, অবসর নিলেন তিনি!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রমরমিয়ে চলছে আইপিএল (IPL 2025), গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে ক্রোড়পতি লিগের অষ্টাদশ সংস্করণ। শেষ হবে ২৫ মে। এই টুর্নামেন্টের পাট চুকিয়েই ভারত তোড়জোড় শুরু করবে ইংল্যান্ড সফরের। ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত-ইংল্যান্ড খেলবে ৫ টেস্টের সিরিজ। তবে আইপিএলের ভরা বাজারেই চলে এল একের পর এক আপডেট। জানা যাচ্ছে বিসিসিআই নাকি ৩ নক্ষত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছে। পাশাপাশি বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে কে কোন গ্রেডে থাকবে, সে বিষয়েও নীলনকশা তৈরি করে ফেলেছে বোর্ড!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে যে, ইংল্যান্ডের বিমানে সম্ভবত উঠছেন না রোহিত শর্মা। দেশের দুই সংস্করণের জোড়া আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক নাকি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেই খবর। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্টে রোহিত খেলেননি, তিনি ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। যেখানে জসপ্রীত বুমরা ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু অ্যাডিলেড ওভালে দিন-রাত্রির টেস্টে ফিরে আসার পর থেকে রোহিত টেস্টে রানের মুখ দেখেননি। তিন ম্যাচে, রোহিত ৬.২০-এর গড়ে মাত্র ৩১ রান করেছিলেন।

এমনকী অস্ট্রেলিয়াতে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন রোহিত। সেই সময়ে তিনি সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'এটা অবসরের সিদ্ধান্ত নয়। আমি এই খেলা থেকে সরেও যাচ্ছি না। কিন্তু ব্যাট হাতে রান করতে না পারার কারণে আমি এই টেস্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ২ মাস বা ৫ মাস পর রান করতে পারব কিনা এমন কোনও গ্যারান্টিও নেই। আমি অনেক ক্রিকেট দেখেছি, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে এবং প্রতিদিন জীবন বদলে যায়। আমি বিশ্বাস করি সব বদলে যাবে, কিন্তু একই সঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। কমেন্ট্রি বক্সে বসে থাকা লোকেরা, বা হাতে ল্যাপটপ নিয়ে লেখা লোকেরা, আমার জীবন কেমন হবে তা নির্ধারণ করে দেবে না।' তবে মনে করা হচ্ছে যে, রোহিত চুপিসারে টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন।

অন্যদিকে, পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট সেঞ্চুরি করেছিলেন, কিন্তু অন্যথায় বড় স্কোর করতে পারেননি তিনি। রোহিত এবং বিরাট রঞ্জি ট্রফিতে ফিরেও বড় রান করতে ব্যর্থ হন। তবে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতানোর কারিগর ছিলেন বিরাট-রোহিত। ফাইনালে রোহিত ৭৬ রান করেছিলেন, যেখানে বিরাট যথাক্রমে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১০০ এবং ৮৪ রান করেছিলেন। বিরাটের টেস্টে আসন পাকা বলেই জানা যাচ্ছে।

ভারতের কিছু প্রথম সারির খেলোয়াড় ইন্ডিয়া 'এ' স্কোয়াডের অংশ হতে পারেন, যাঁরা মে-জুন উইন্ডোতে ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রস্তুতির হিসেবে দু'টি চার দিনের ম্যাচে লায়ন্সের মুখোমুখি হবে। ভারত ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর করবে। ইংল্যান্ড সফরের আগে ভারত এ দল ঘোষণা করার জন্য যথেষ্ট সময় আছে নির্বাচকদের কাছে। এখন যা পরিস্থিতি, তাতে করে মনে করা হচ্ছে যে, করুণ নায়ার দলে থাকতে পারেন। ২০২৪-২৫ ঘরোয়া মরসুমে করুণ দুরন্ত পারফর্ম করেছেন। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে ছিলেন সর্বাধিক রানশিকারি। রঞ্জি ট্রফিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন করুণ। ৯ ম্যাচে ৫৪-র গড়ে ৮৬৩ রান করেছেন এই মরসুমে। যার মধ্যে ৪টি শতরান এবং জোড়া ফিফটি রয়েছে।

এবার আসা যাক বিসিসিআইয়ের চুক্তিতে। আগামী ২৯ মার্চ বিসিসিআই হাই-প্রোফাইল বৈঠকে বসবে গুয়াহাটিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনই সেখানে অগ্রাধিকার পাবে। তবে কেন্দ্রীয় চুক্তিও এজেন্ডায় রয়েছে। তবে রিপোর্ট বলছে, ভারতীয় ক্রিকেটের মহারথীদের ভবিষ্যৎ নিয়ে নির্বাচক কমিটিও দ্বিধাবিভক্ত। তবে বৈঠক থেকে যা উঠে আসবে সেখানে চমক থাকবে বিরাট-রোহিত ও রবীন্দ্র জাদেজার। জানা যাচ্ছে এই তিন ক্রিকেটারই নাকি গ্রেড এ প্লাস চুক্তি হারাবেন। তিন ফরম্যাটেই পারফর্ম করা খেলোয়াড়দের নাকি গ্রেড এ প্লাস চুক্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এই তিনজনের অবসর নেওয়ায় বিষয়টি জটিল হয়েছে। তবে এও মনে করা হচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার পুরস্কার হিসেবে, এই তিনজনকেই কেন্দ্রীয় চুক্তির শীর্ষে রাখতে পারবেন। তবে জসপ্রীত বুমরার যে গ্রেড এ প্লাস থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে শ্রেয়স আইয়ার যে হারানো চুক্তি ফিরে পাচ্ছেন, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
 

আরও পড়ুন: যত দোষ ইডেনেরই? গুয়াহাটিতেও একই অবস্থা! রিয়ানের পা ছুঁতে ফেন্সিং টপকে মাঠে ভক্ত...

আরও পড়ুন: অটোচালক বাবার ছেলে থেকে গব্বরের শিষ্য! আইপিএলের প্রথম সপ্তাহ মাতালেন ৪ আনক্যাপড...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.