ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে বেলজিয়াম

ব্রাজিল ১ ( অগোস্ত ৭৬)  :  বেলজিয়াম ২ ( ফার্নান্দিনহো [আত্মঘাতী]১৩, ডি ব্রুইন ৩১)

Updated By: Jul 7, 2018, 06:15 AM IST
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদন : শেষ আটেই শেষ হয়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ১৯৮৬ সালের পর আবার বিশ্বকাপের সেমি ফাইনালে বেলজিয়াম।  

শুক্রবার কাজানে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। ম্যাচের শুরু থেকে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বেলজিয়াম। নিজেদের রক্ষণ মজবুত রেখে বার বার ব্রাজিলে বক্সে ঢুকে পড়ে রেড ডেভিলসরা। ম্যাচের ১৩ মিনিটে প্রথম একাদশে ক্যাসেমিরোর পরিবর্তে দলে সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।এরপর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ব্যাবধান বাড়ায় বেলজিয়াম। ম্যাচের ৭৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামা রেনাতো অগোস্তর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি সেলেকাওরা।

আরও পড়ুন - তাবারেজের উরুগুয়ের দৌড় থামিয়ে শেষ চারে দেশঁর ফ্রান্স

বিশেষজ্ঞদের মতে বেলজিয়াম ফুটবলের স্বর্ণযুগ চলছে। সেই সোনালী সময় ধরেই এবার ব্রাজিল বধ কোম্পানিদের। এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার সেমি ফাইনালে উঠল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপের সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। ১০ জুলাই সেন্ট পিটার্সবার্গে সেমি ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম।

আরও পড়ুন -  ‘মেসি রোগে’ যুবকের মৃত্যু বেলঘরিয়ায়

ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে রাশিয়ার বিশ্বকাপে আর কোনও লাতিন আমেরিকার দল থাকল না। নিশ্চিতভাবেই এবারের বিশ্বকাপও যাচ্ছে ইউরোপের কোনও দেশে। বিশ্বকাপে ব্রাজিল এই নিয়ে টানা চার বার ইউরোপের কোনও দলের কাছে হেরে বিদায় নিল। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হার, ২০১০ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপে সেমি ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় সেলেকাওরা। এবার রাশিয়ায় বেলজিয়ামের কাছে হেরে হেক্সা মিশন শেষ হল ব্রাজিলের।

.