নিজস্ব প্রতিনিধি: সাল ২০০৩৷ বিরাট কোহলির (Virat Kohli) বয়স তখন ১৪৷ বিরাটের নামে তাঁর স্কুল (সেভিয়ার কনভেন্ট স্কুল) থেকে একটি চিঠি এসেছিল৷ ১৮টা বছর পর সেই চিঠিই আজ নেট দুনিয়ায়৷ সকলের চোখের সামনে৷ সোশ্যাল মিডিয়ায় হয়ে গেল ভাইরাল৷ কী রয়েছে সেই চিঠিতে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাটের নামে সেদিন যে চিঠি এসেছিল, তাতে কী লেখা ছিল, তা আর খুলে দেখার সাহস পাননি কোহলির মা সরোজ কোহলি (Saroj Kohli) স্কুল থেকে পাওয়া চিঠি দেখে, তিনি মনে মনে অনুমান করেছিলেন যে, ছেলের দস্যিপনার জন্যই সম্ভবত অভিযোগ জানিয়ে চিঠি এসেছে বাড়িতে৷ 



আরও পড়ুন:KL Rahul দ্রুততম ভারতীয় হিসাবে গড়লেন এই অনন্য নজির, পিছনে ফেলে দিলেন Virat Kohli কে


বিরাটের মা তাঁর বিরাটের বাবার বাড়ি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন৷ সন্ধ্যার দিকে তাঁরা সেই চিঠি খুলেছিলেন৷ আর সেই চিঠি পড়ে চমকে যান বিরাটের বাবা-মা৷ কারণ সেখানে তাঁদের ছেলের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না, ছিল ছেলের অনূর্ধ্ব-১৫ রাজ্য দলের অধিনায়ক হওয়ার খবর৷ 


তিন বছর বয়সে ব্যাট হাতে তুলে নেওয়ার ১৪ বছরের কিশোরের অধিনায়কত্বের শুরু সেদিন থেকেই৷ এরপর ২০০৮ সালে বিরাটের ক্যাপ্টেনসিতেই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে৷ এরপর আর কোহলিকে পিছন ফিরে তাকাতে হয়নি৷ বাকিটা সোনায় বাঁধানো ইতিহাস৷ সেদিনের কিশোর কোহলি আজ ভারত অধিনায়ক৷ এখন সে কিংবদন্তি৷ বিরাট নিজেই একটা ব্র্যান্ড৷ বাইশ গজের সর্বকালের সেরাদের মধ্যেই তিনিও একজন৷