ধোনির কাটা ঘায়ে নুনের ছেঁটা, হারের পর জরিমানা মাহিকে, ফাইনালে মুম্বই

Updated By: May 20, 2015, 11:38 AM IST
ধোনির কাটা ঘায়ে নুনের ছেঁটা, হারের পর জরিমানা মাহিকে, ফাইনালে মুম্বই

 

ওয়েব ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্লে অফের ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সের কাছে কার্যত উড়ে যাওয়ার পর বিতর্কে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আম্পয়ারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় ধোনিকে জরিমানা করা হল। গতকাল, মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই ওপেনার ডয়েন স্মিথকে মালিঙ্গার বলে এলবি দেন আম্পায়ার। এর প্রতিবাদ করে প্রকাস্যে বিবৃতি দেন মাহি। আর তাই শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি হল ধোনির।

প্লে অফের ম্যাচে ধোনির দল ২৫ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ন্সের কাছে। মুম্বই ম্যাচের শুরু থেকে, শেষ অবধি প্রশ্নাতিত প্রাধান্য বজায় রেখে ম্যাচ জিতে নিয়ে ফাইনালে উঠে যায়। হারলেও এখনও ফাইনালে ওঠার আশা রয়েছে চেন্নাইয়ের। সেক্ষেত্রে কোয়ালিয়ার টু-এর ম্যাচে রাঁচিতে আগামী শুক্রবার রাজস্থান অথবা বেঙ্গালুরুকে হারাতে হবে চেন্নাইকে।

এদিকে, ম্যাচ হারার পর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, আজ তাদের দিন ছিল না। সেইসঙ্গে হরভজন সিংকে বিশেষ কৃতিত্ব দেন ফ্লেমিং। মুম্বই ইন্ডিয়ন্স শিবির উচ্ছ্বসিত। প্রসঙ্গত, প্রতিযোগিতার শুরুতে টানা চার ম্যাচ হেরে একটা সময় সবার শেষে ছিল মুম্বই। এরপর দারুণভাবে ফিরে এসে ফাইনালে উঠল রোহিত শর্মার দল।  

আজ পুণেতে এলিমেনাটর ম্যাচে মুখোমুখি রাজস্তান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দু দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

.